BSF

Cooch Behar: বিভিন্ন রাজ্যে কাজ করে কাঁটাতার পেরনোর পথে দিনহাটায় ধৃত ১০ বাংলাদেশি, রয়েছেন শিশু-মহিলাও

পুলিশ সূত্রে খবর, কয়েক বছর ধরে দেশের একাধিক জায়গায় কাজ করেন এই বাংলাদেশিরা। অবৈধ ভাবে এ দেশে ঢোকেন। ওই ভাবেই বেরোনোর চেষ্টা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ২০:১৬
Share:

গ্রেফতার ১০ বাংলাদেশি। নিজস্ব চিত্র।

রাতের অন্ধকারে সীমান্ত পার হতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ল ১০ বাংলাদেশি। বৃহস্পতিবার ভোর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের দিনহাটার সাবরি এলাকায় বিএসএফের ১৯২ নম্বর ব্যাটেলিয়ানের হাতে ধরা পড়েন তাঁরা। বিএসএফ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছে চার শিশুও। তা ছাড়া রয়েছেন তিন জন মহিলা এবং তিন জন পুরুষ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নকল নথি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতেরা প্রত্যেকে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা। বেশ কিছু দিন আগে তাঁরা কাজের সন্ধানে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন। এমনকি, ভারতের বিভিন্ন রাজ্যে কয়েক বছর ধরে শ্রমিকের কাজ করেন তাঁরা। বৃহস্পতিবার বাংলাদেশ ফেরার পথেই বিএসএফের হাতে ধরা পড়েন তাঁরা।

পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতেরা স্বীকার করেন, সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন তাঁরা। বৃহস্পতিবার বিএসএফ তাঁদের সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ-ও জানান, বিএসএফ ১০ জন বাংলাদেশিকে আটক করেছে। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement