Covid-19

অনলাইন ভর্তিতে নয় বিশেষ ‘চার্জ’

রাজ্যের কলেজগুলিতে এখন সম্পূর্ণ অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলে। ফর্ম পূরণ থেকে শুরু করে ভর্তির টাকা জমা দেওয়া— সবই অনলাইনে হয়। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে ভর্তির ফি জমা দিতে পারেন ছাত্রছাত্রীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২০ ০৫:২৫
Share:

ছবি সংগৃহীত

কলেজে অনলাইনে ভর্তির সময় অনলাইনে টাকা জমা দিলে পড়ুয়ার কাছ থেকে একটি বিশেষ ‘চার্জ’ বা খরচ নেয় ব্যাঙ্ক। অতিমারির আবহে এ বার সেই খরচ নিতে বারণ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

শিক্ষামন্ত্রী শনিবার বলেন, ‘‘কলেজে ভর্তি প্রক্রিয়ার সময় অনলাইনে ভর্তি বাবদ চার্জ হিসেবে ব্যাঙ্ক যে-টাকা কাটে, এ বছর সেটা নেওয়া উচিত নয়। ভর্তুকি হিসেবে এই টাকা দেওয়া উচিত কলেজগুলিরই। আমি কলেজগুলিকে বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখতে বলছি।’’

রাজ্যের কলেজগুলিতে এখন সম্পূর্ণ অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলে। ফর্ম পূরণ থেকে শুরু করে ভর্তির টাকা জমা দেওয়া— সবই অনলাইনে হয়। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে ভর্তির ফি জমা দিতে পারেন ছাত্রছাত্রীরা। কলকাতার একটি কলেজের অধ্যক্ষ জানালেন, এ ভাবে টাকা জমা দিলে ব্যাঙ্ক যে-চার্জ নেয়, এ বছর তার পরিমাণ কিছুটা বেড়েছে। শিক্ষামন্ত্রী পড়ুয়াদের কাছে থেকে সেই চার্জটাই নিতে নিষেধ করেছেন।

Advertisement

মেধার ভিত্তিতে ১০ অগস্ট থেকে স্নাতক স্তরে অনলাইনে ভর্তি নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সেই অনুযায়ী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রস্তুতি চলছে। অনেকেই করোনার জন্য ভর্তির সময় ছাত্রছাত্রীদের প্রদেয় ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ভর্তির ফর্মের দাম কমিয়ে দিয়েছে বেশ কিছু কলেজ। পড়ুয়ারা যাতে পরে টিউশন ফি দিতে পারেন, সেই ব্যবস্থা করছেন অনেক কলেজ-কর্তৃপক্ষ। তার মধ্যেই শিক্ষামন্ত্রী ব্যাঙ্কগুলিকে বাড়তি চার্জ নিতে নিষেধ করলেন। নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ ষড়ঙ্গী এ দিন জানান, তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, এই বাড়তি টাকা কাটা হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement