NIA

NIA: দুই বিস্ফোরণের নথি পাচ্ছে এনআইএ

রাজ্য সরকারের তরফে কেস ডায়েরি-সহ বিভিন্ন নথি হস্তান্তর করা হয়নি। তখন কলকাতার নগর দায়রা আদালতে নিজেদের বিশেষ আদালতের আবেদন করে এনআইএ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ০৬:১৮
Share:

ফাইল চিত্র।

বীরভূমের তিন বছর আগেকার দুই বিস্ফোরণের তদন্ত চালানোর জন্য অবশেষে নথি হাতে পেতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি (এনআইএ)।

Advertisement

বীরভূমে ওই দুই বিস্ফোরণ কাণ্ডের তদন্তে রাজ্য সরকারের তরফে এনআইএ-কে সব রকম সাহায্য করতে হবে এবং ওই দুই মামলার কেস ডায়েরি-সহ সব নথি তাদের হাতে তুলে দিতে হবে বলে সোমবার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ। সংশ্লিষ্ট সূত্রের খবর: আদালত আরও জানিয়েছে, সরকার যে-সব বিষয়ে এনআইএ-র তদন্ত নিয়ে আপত্তি তুলেছিল, তার শুনানি হবে ২ মে।

সংশ্লিষ্ট সূত্রের খবর, ২০১৯-এর ১৯ সেপ্টেম্বর বীরভূমের লোকপুর থানার গাংপুর গ্রামের বাসিন্দা বাবলু মণ্ডলের বাড়ির টিনের চালা বিস্ফোরণে উড়ে গিয়েছিল। ওই বছরেরই অগস্টে ওই জেলার সদাইপুর থানার রেঙ্গুনি গ্রামে স্থানীয় সাহাপুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাইতুন্নেসা খাতুনদের গোয়ালঘর উড়ে যায় বিস্ফোরণে। ওই দুই ঘটনার তদন্তভার জেলা পুলিশের হাত থেকে নিয়ে সিআইডি-কে দেয় রাজ্য সরকার। ঘটনার এক বছর পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এনআইএ ওই দুই ঘটনার তদন্তভার হাতে নেয়। দায়িত্ব নিয়েই ওই দুই গ্রামে যান এনআইএ-র গোয়েন্দারা। বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তাঁরা।

Advertisement

কিন্তু রাজ্য সরকারের তরফে কেস ডায়েরি-সহ বিভিন্ন নথি হস্তান্তর করা হয়নি। তখন কলকাতার নগর দায়রা আদালতে নিজেদের বিশেষ আদালতের আবেদন করে এনআইএ। আদালত এডিজি (সিআইডি)-কে মামলার নথি হস্তান্তর করার নির্দেশ দেয়। তার পরেই, কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেটা ২০২০ সাল। নিম্ন আদালতের রায়ের উপরে স্থগিতাদেশ দেয় হাই কোর্ট। এ দিন সেই মামলায় ডিভিশন বেঞ্চের নির্দেশের পরে তদন্ত করতে আর বাধা থাকল না এনআইএ-র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement