ইংরেজির ভিত পোক্ত করতে নয়া ব্যাকরণ বই স্কুলে

স্কুলশিক্ষা দফতরের কর্তারা জানাচ্ছেন, ইংরেজির ভিত কাঁচা থাকায় উচ্চশিক্ষায় পড়াশোনার ক্ষেত্রে পড়ুয়াদের অসুবিধা হচ্ছে, এমন দৃষ্টান্ত প্রচুর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২০ ০৪:৫০
Share:

ছবি: সংগৃহীত।

বাংলা মাধ্যমের অনেক পড়ুয়ারই ইংরেজির ভিত দুর্বল এবং তা আরও শক্ত করা জরুরি বলে মনে করছেন রাজ্যের স্কুলশিক্ষা দফতরের কর্তারা। তাই পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ইংরেজি ব্যাকরণ বই আনছে ওই দফতর। পঞ্চম শ্রেণির নতুন ব্যাকরণ বইয়ের নাম ‘উইংস’ এবং ষষ্ঠ শ্রেণির জন্য লেখা বইটির দাম ‘ফ্রেগরেন্স’। স্কুলশিক্ষা দফতরের কর্তাদের দাবি, ইংরেজি ব্যাকরণকে আরও গভীর, আরও বিস্তারিত ভাবে শেখাতে এই বই দু’টি খুবই কার্যকর হবে।

Advertisement

বাংলা মাধ্যমের ছেলেমেয়েদের ইংরেজি-ভীতির কথা স্বীকার করে নিয়ে স্কুলশিক্ষা দফতরের কর্তারা জানাচ্ছেন, ইংরেজির ভিত কাঁচা থাকায় উচ্চশিক্ষায় পড়াশোনার ক্ষেত্রে পড়ুয়াদের অসুবিধা হচ্ছে, এমন দৃষ্টান্ত প্রচুর। ইংরেজিতে দুর্বলতার জেরে আত্মহত্যার ঘটনাও ঘটছে মাঝেমধ্যে। শিক্ষাকর্তাদের আশা, নিচু ক্লাসে ব্যাকরণের ভিত শক্ত হলে পড়ুয়াদের ইংরেজি-ভীতি অনেকটাই কাটবে।

আজ, বৃহস্পতিবার বই দিবসে (২ জানুয়ারি) সব সরকারি স্কুল, সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পাঠ্যপুস্তক দেওয়া হবে। সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার বলেন, ‘‘পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির নতুন ইংরেজি ব্যাকরণ বই দেওয়া হবে বই দিবসেই। বই দু’টি এতটাই সহজ করে লেখা যে, তা পড়ে পড়ুয়ারা নিজেরাই ইংরেজি ব্যাকরণ শিখে নিতে পারবে।’’ পাঠ্যক্রম কমিটির প্রধান জানান, যে-সব প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণির পঠনপাঠন শুরু হয়েছে, তার তালিকা তাঁদের কাছে আছে। ওই সব স্কুলে পঞ্চম শ্রেণির বই পৌঁছে যাবে ঠিক সময়েই। বই পেতে পড়ুয়াদের কোনও অসুবিধা হবে না।

Advertisement

আরও পড়ুন: বর্ষবরণের রাতে দত্তপুকুরে বাড়ি ঢুকে ‘গণধর্ষণ’

অভীকবাবু জানান, সাধারণ ইংরেজি পাঠ্যবইয়েও ব্যাকরণ আছে, কিন্তু বিস্তারিত ভাবে নেই। কোনও একটি বিষয় বোঝাতে নতুন বইয়ে উদাহরণও অনেক বেশি দেওয়া হচ্ছে। যেমন কোথায় কোন শব্দের আগে ‘এ’ হবে এবং কোন শব্দের আগে ‘এন’ বা কোন শব্দের আগে ‘দ্য’ হবে— সরল ভাষায় তা বুঝিয়ে বেশ কিছু উদাহরণ দেওয়া থাকছে। কোনও কিছু বোঝানোর জন্য দেওয়া হচ্ছে ইংরেজি শব্দের বাংলা অর্থও। যেমন ‘লাফ’ শব্দ দিয়ে বাক্য রচনা শেখানোর জন্য ‘লাফ’-এর বাংলা যে ‘হাসি’, সেটাও লেখা থাকছে নতুন বইয়ে। স্কুলশিক্ষা দফতরের কর্তাদের মতে, এই দু’টি বই পড়ে শিক্ষক-শিক্ষিকাদের সাহায্য ছাড়াই ছাত্রছাত্রীরা নিজে নিজে ব্যাকরণ বুঝে নিতে পারবে। শিক্ষক-শিক্ষিকাদেরও পড়াতে সুবিধা হবে।

স্কুলশিক্ষা দফতরের এক কর্তা জানান, এই শিক্ষাবর্ষে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য নতুন ব্যাকরণ বই ছাপা হয়েছে। আগামী শিক্ষাবর্ষে সপ্তম ও অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য একই ধরনের ইংরেজি ব্যাকরণ বই প্রকাশ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement