—প্রতিনিধিত্বমূলক ছবি।
সকালে রাস্তার ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব সামলাচ্ছিলেন দুই সিভিক ভলান্টিয়ার এবং এক ভিলেজ পুলিশ। আচমকা বেপরোয়া গতিতে ছুটে আসা লরির ধাক্কায় জখম হন তিন জনই। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ভিলেজ পুলিশের। শনিবার সকাল ৮টা নাগাদ দুর্ঘটনাটি হয় মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার জাতীয় সড়কের মোড়ে। পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থলে মৃত্যু হয়েছে অভি ঘোষ নামে ৩৭ বছরের এক ভিলেজ পুলিশের। বাকি দুই সিভিক ভলান্টিয়ারের চোট গুরুতর। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। পুলিশ ঘাতক লরির চালক এবং খালাসিকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রের খবর, শনিবার সকাল ৮টা নাগাদ কলকাতা থেকে নলহাটির দিকে যাচ্ছিল একটি দশ চাকার লরি। নবগ্রাম মোড়ে যান নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন দুই সিভিক ভলান্টিয়ার এবং এক ভিলেজ পুলিশ। কুয়াশা ছিল। তার মধ্যে প্রচণ্ড গতিতে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে তিন পুলিশ কর্মীকে পিষে দিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা মারে। লরির চাকায় পিষ্ট হন ভিলেজ পুলিশ অভি। বাকি দুই সিভিক ভলান্টিয়ার লরির ধাক্কায় ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়েন। স্থানীয়েরা তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ভিলেজ পুলিশের কর্মীকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে ঘাতক লরিটিকে।
পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির চালক ঘুমিয়ে থাকায় বেলডাঙা থেকে লরিটি চালাচ্ছিলেন খালাসি। খালাসির দাবি, গাড়ির চালককে বারবার অনুরোধ করলেও তিনি ঘুম থেকে ওঠেননি। নিয়ন্ত্রণ রাখতে না পেরে এই দুর্ঘটনা বলে স্বীকার করেছেন ধৃত খালাসি। দু’জনকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। আজ তাঁদের আদালতে পেশ করা হবে। মৃত পুলিশ কর্মীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর বন্দোবস্ত করছেন নবগ্রাম থানার পুলিশ।