— প্রতীকী ছবি।
বেড়া টপকে সীমানায় ঢুকে পড়েছিল ভাইয়ের ছাগল। সেই নিয়ে বচসা। বচসা গড়ায় হাতাহাতিতে। কাকা, ভাইপোর সংঘর্ষে গুরুতর জখম বেশ কয়েক জন। অভিযোগ, কাকার হাতে মৃত্যু হয় ভাইপোর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে। অভিযুক্ত কাকার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, কান্দি থানার জীবন্তি দুর্গাপুর বাগানপাড়া গ্রামের বাসিন্দা আসাদুল শেখের ছাগল তাঁর ভাই আলমগির শেখের বাড়িতে চলে যেত। তা নিয়ে দুই পরিবারের মধ্যে নিয়মিত বচসাও লেগে ছিল। রবিবার অশান্তি চরমে পৌঁছয়। প্রথমে আলমগিরের স্ত্রী হজিরন বিবির সঙ্গে বচসা বাঁধে আসাদুল শেখের স্ত্রীর। ক্রমশ তা হাতাহাতিতে পৌঁছে যায়। সে সময় সাময়িক ভাবে অশান্তি মিটলেও রাতে আবার নতুন করে দুই পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়। লোকজন নিয়ে এসে কাকা আসাদুল মারধর করতে থাকেন ভাইপো ২১ বছরের সোহেল শেখকে। পাল্টা মারধর করেন সোহেলের পক্ষের লোকজনও। মারামারি চলাকালীনই সোহেল জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান।
অভিযোগ, আসাদুল এবং তাঁর পরিবার ভাই আলমগির, তাঁর স্ত্রী হজিরন এবং ছেলে সোহেলকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার রাতেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আলমগির এবং তাঁর স্ত্রী হজিরন। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কান্দি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত আসাদুলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।