Accident

জাতীয় সড়কে দুই পথচারীকে পিষে দিল পিকআপ ভ্যান, ঘটনাস্থলেই মৃত্যু দু’জনের

পুলিশ সূত্রে খবর, ফুলিয়া চটকাতলা মোড়ে দ্রুত গতিতে ছুটে এসে একটি ভ্যান পিষে দেয় দু’জনকে। মৃতদের মধ্যে এক জনের নাম সুরজিৎ ঘোষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৪ ১৮:৪০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

নদিয়ার শান্তিপুরে জাতীয় সড়কে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। পিকআপ ভ্যান এসে পিষে দেয় দু’জনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। খবর পেয়ে সেখানে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

ফুলিয়া বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন দু’জন। পুলিশ সূত্রে খবর, ফুলিয়া চটকাতলা মোড়ে দ্রুত গতিতে ছুটে এসে একটি ভ্যান পিষে দেয় দু’জনকে। মৃতদের মধ্যে এক জনের নাম সুরজিৎ ঘোষ। তিনি ফুলিয়ার বাসিন্দা। অন্য জনের নাম, পরিচয় এখনও জানা যায়নি। দু’জনেই কাজ শেষে বাড়ি ফেরার জন্য বাস ধরতে যাচ্ছিলেন। তখনই গাড়িটি দু’জনকে ধাক্কা দেয়। তার পর সেখান থেকে দ্রুত গতিতে বেরিয়ে যায়। চালক ফেরার। গাড়িটিরও খোঁজ মেলেনি। চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement