Murshidabad

মাটি বোঝাই বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় ২ জনের মৃত্যু, গুরুতর আহত আরও ১

হাসপাতালের চিকিৎসকরা হাবিবুর এবং বিশ্বনাথকে মৃত বলে ঘোষণা করেন। বিশ্বনাথের সাইকেলে থাকা অন্য ব্যক্তি গুরুতর আহত হওয়ায় তাঁকে পরে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ২৩:১৯
Share:

কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার। নিজস্ব চিত্র।

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মহালদার পাড়া এলাকায় রাজ্য সড়কে। একটি মাটিবোঝাই ট্র্যাক্টর ধাক্কা মারে ২টি সাইকেলকে। তার জেরেই ২ জনের মৃত্যু ও ১ জন আহত হন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাজি হাবিবুর রহমান (৬৫) নামে স্থানীয় এক বৃদ্ধ সাইকেলে করে ইছাখালী যাচ্ছিলেন। ওই সময় বরজুমলার বাসিন্দা বিশ্বনাথ সাহা এবং আর ১ জন সাইকেলে সেখান দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি মাটিবোঝাই ট্র্যাক্টর দ্রুত গতিতে যাচ্ছিল। গতি সামলাতে না পেরে ২টি সাইকেলে থাকা ৩ জনকে ধাক্কা মারে। ৩ জনেই ছিটকে পড়েন রাস্তা থেকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের চিকিৎসকরা হাবিবুর এবং বিশ্বনাথকে মৃত বলে ঘোষণা করেন। বিশ্বনাথের সাইকেলে থাকা অন্য ব্যক্তি গুরুতর আহত হওয়ায় তাঁকে পরে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Advertisement

ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ ২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement