প্রতীকী চিত্র। শাটারস্টক।
বছর তেতাল্লিশের ভারতীয় বংশোদ্ভূত এক শিশু বিশেষজ্ঞ গুলি করে মারলেন এক মহিলা চিকিৎসককে। তার পর নিজেও আত্মঘাতী হন বলে অভিযোগ। গুলি চালানোর আগে তিনি মেডিক্যাল অফিসে কয়েক জনকে বন্দিও করেন। আমেরিকার টেক্সাসের রাজধানী অস্টিনের ঘটনা। অভিযুক্ত চিকিৎসক ক্যানসার আক্রান্ত ছিলেন।
অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত চিকিত্সকের নাম ভরত নারুমানচি বলে জানা গিয়েছে। কিছু দিন আগেই তাঁর ক্যানসার ধরা পড়ে বলে জানিয়েছে পুলিশ। তার পর এই ঘটনা।
অস্টিন পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার তারা একটি ফোন পায়। জানতে পারে, শিশুদের চিকিৎসাকেন্দ্রে এক ব্যক্তি বন্দুক হাতে ঢুকে পড়েছেন। সেখানে কয়েক জনকে বন্দি বানিয়ে ফেলেছেন। তার পরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
প্রথমে বেশ কয়েক জনকে বন্দি বানিয়ে ফেলা হয়েছিল। কিন্তু তার মধ্যে থেকে কয়েক জন পালিয়ে আসতে সক্ষম হন। বাকিদের ওই চিকিৎসক ছেড়েও দেন। কিন্তু ভরত, আটকে রাখেন ক্যাথরিন ডোডসন-কে । পরে যাঁকে গুলি করেন।
পুলিশ জানিয়েছে ক্যাথরিন এবং ভরতের মধ্যে কী যোগসূত্রে রয়েছে তা খুঁজে দেখা হচ্ছে। এবং কেন ক্যাথরিনকে গুলি করলেন তার কারণ খতিয়ে দেখছে পুলিশ।