— প্রতিনিধিত্বমূলক চিত্র।
একরত্তি শিশুকে কোলে নিয়ে ভিক্ষার অছিলায় পাড়ায় পাড়ায় ঘুরছিলেন যাযাবর দুই মহিলা। প্রথমে কারও সন্দেহ হয়নি। দুপুরের দিকে হঠাৎ এক বধূর চিৎকার শুনে ছুটে গিয়ে প্রতিবেশীরা দেখেন, ঘরের তালা ভেঙে ঢুকে চুরি করার চেষ্টা করছেন দুই বানজারা মহিলা। তখনই দু’জন গ্রামবাসীদের কাছে হাতেনাতে ধরা পড়ে যান। শনিবার সকালের ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার তেহট্ট থানার পুটিমারি গ্রামে।
স্থানীয়েরাই ওই দুই মহিলাকে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাঁদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম পিরতি বেদ ও জবা পূজারি। দু’জনেরই বাড়ি পশ্চিম বর্ধমানের হীরাপুর থানা এলাকায়। বানজারা হিসাবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাঁবু ফেলে বসবাস করতেন তাঁরা। শনিবার ধৃতদের তেহট্ট আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুটিমারির বাসিন্দা জশাই বিশ্বাস ঘরে তালা দিয়ে বাইরে গিয়েছিলেন। সেই সুযোগে ওই দুই বানজারা মহিলা তালা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। এক জন তালা ভেঙে ঘরে ঢুকেও পড়েন। অন্য জন বাড়ির সামনেই পাহারা দিচ্ছিলেন। তখনই পরিবারের এক বধূ সেখানে চলে আসেন। ঘরে ঢুকে দেখেন, এক মহিলা আলমারি ও শোকেস খুলে তছনছ করছেন। সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করে দেন ওই বধূ। শোরগোল শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। অভিযুক্ত দুই মহিলা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলেও তাঁদেরকে ধরে ফেলেন গ্রামবাসীরা।
ঘটনার পর বানজারাদের সম্পর্কে এলাকাবাসীকে সতর্ক করেছেন তেহট্টের মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার। তাঁর কথায়, ‘‘বেশিরভাগ জায়গায় ভিক্ষাবৃত্তির অছিলায় আসলেও এই যাযাবর গ্যাংয়ের মূল উদ্দেশ্য ফাঁকা বাড়িতে চুরি করা। এ বিষয়ে প্রত্যেককে সতর্ক থাকতে হবে।’’