Beldanga

দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত বেলডাঙা! ভাঙচুর বাড়িতে, দীর্ঘ ক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইল ভাগীরথী এক্সপ্রেস

ঠিক কী নিয়ে সংঘর্ষের সূত্রপাত তা এখনও জানা যায়নি। তবে শনিবার বেলডাঙার যত্রতত্র গন্ডগোল শুরু হয়। ভাঙচুর চালানো হয় দোকান ও বাড়িঘরে। অগ্নিসংযোগ ঘটানো হয় বেশ কিছু জায়গায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বেলডাঙা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১২:০৬
Share:

শনিবার রাতে গন্ডগোলের একটি দৃশ্য। —নিজস্ব চিত্র।

দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের বেলডাঙায়। শনিবার রাতে বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। এক পক্ষের বিক্ষোভের জেরে বেলডাঙা স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল ভাগীরথী এক্সপ্রেস। খবর পেয়ে ঘটনাস্থলে যান মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব। তিনি মাইকিং করে দুই পক্ষকে সতর্ক করেন। রাত থেকে বেলডাঙার বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েক জন আহত বলেও পুলিশ সূত্রে খবর। রবিবার সকাল থেকে অবশ্য থমথমে এলাকা। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশের।

Advertisement

ঠিক কী নিয়ে সংঘর্ষের সূত্রপাত তা এখনও জানা যায়নি। তবে শনিবার বেলডাঙার যত্রতত্র গন্ডগোল শুরু হয়। ভাঙচুর চালানো হয় দোকান এবং বাড়িঘরে। অগ্নিসংযোগ ঘটানো হয় বেশ কিছু জায়গায়। ধারালো অস্ত্র হাতে দাপাদাপি করতে দেখা গিয়েছে বেশ কিছু ব্যক্তিকে। এলাকাবাসীর অভিযোগ, মুহুর্মুহু বোমাবাজি হয়েছে। তাতে বেশ কয়েক জন আহতও হয়েছেন। পাশাপাশি রাত থেকে বেশ কয়েক জনের খোঁজ পাওয়া যাচ্ছে না।

বেলডাঙার বিভিন্ন জায়গায় পুলিশ টহল দিচ্ছে। দু’পক্ষকে সংযত থাকার বার্তা দেন জেলা পুলিশ সুপার। তিনি বলেন, ‘‘স্থানীয় একটি বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। আমরা দোষী ব্যক্তিদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করছি। সবাইকে অনুরোধ করব, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সাহায্য করুন। উভয় পক্ষের কাছে আবেদন, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement