kalyani university

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কর্মচারী সমিতির নির্বাচনে উত্তেজনা, মনোনয়নপত্র তোলা নিয়ে হাতাহাতি

মঙ্গলবার সকাল থেকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কর্মচারী সমবায় সমিতির নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিলি করা হচ্ছিল। সেই সময় অশান্তির সূত্রপাত।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কল্যাণী শেষ আপডেট: ১৩ জুন ২০২৩ ১৬:০৮
Share:

মনোনয়নপত্র তোলা ঘিরে হাতাহাতি। — নিজস্ব চিত্র।

নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কর্মচারী সমবায় সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা। মঙ্গলবার ওই নির্বাচনের মনোনয়নপত্র তোলা নিয়ে তৃণমূল এবং বাম কর্মীদের মধ্যে হাতাহাতি বাধে বিশ্ববিদ্যালয় চত্বরে। তার জেরে উত্তেজনা ছড়ায়। তৃণমূল প্রভাবিত কর্মী সংগঠনের বিরুদ্ধে বহিরাগতদের বিশ্ববিদ্যালয় ঢুকিয়ে অশান্তি পাকানোর অভিযোগ তুলেছেন বাম সমর্থিত কর্মী সংগঠনের সদস্যেরা। পাল্টা বামেদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল প্রভাবিত ওই কর্মী সংগঠনটি।

Advertisement

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কর্মচারী সমবায় সমিতির নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিলি করা হচ্ছিল। বাম কর্মচারী সংগঠনের সদস্যদের অভিযোগ, তৃণমূলের বহিরাগত দুষ্কৃতীরা মনোনয়ন পর্ব ব্যাহত করতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে জড়ো হয়েছিলেন। সকাল ১১টা নাগাদ মনোনয়নপত্র জমা দিতে গেলে দরজা আটকে রেখে বাম কর্মী সংগঠনের সদস্যদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাধে হাতাহাতি। বামপন্থী কর্মী সংগঠনের নেতা মনোজ সিংহ বলেন, ‘‘বহিরাগতদের কলেজে এনে জোর করে ভোট করাতে চাইছে তৃণমূল। আমরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছি।’’

বামেদের অভিযোগ নিয়ে তৃণমূল প্রভাবিত সংগঠনটির নেতা সন্দীপ বাকুণ্ডি বলেন, ‘‘শান্তিপূর্ণ ভাবে মনোনয়নপত্র তোলা এবং জমা দেওয়ার কাজ চলছিল। বাম সংগঠনের নেতারা এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে ব্যাহত করতে চাইছেন।’’

Advertisement

এমন কাণ্ডে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দেবাংশু রায়। তিনি বলেন, ‘‘আমার কর্মজীবনে এমন ঘটনা কোনও দিন দেখিনি। পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে আমরা সিদ্ধান্ত নেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement