মৃত চিকিৎসক বিভাস পাঠক। —নিজস্ব চিত্র।
ন’মাস আগে নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে এসেছিলেন চিকিৎসক বিভাস পাঠক (৪১)। ছুটি নিয়ে সিকিমে বেড়াতে যান নবমীর দিন। আর ফেরা হল না।
খাদে গাড়ি পড়ে বিভাসের মৃত্যুর খবর মঙ্গলবার দুপুরেই চলে এসেছে হাসপাতালে। শোকের ছায়া নেমেছে সহকর্মীদের মধ্যে। হাসপাতাল সুপার সৈকত বসু জানান, ন’মাস আগে এই হাসপাতালে কাজে যোগ দেওয়া ইস্তক চিকিৎসক আবাসনে তিনি একাই থাকতেন। সেখানে তাঁর পরিবার থাকত না। ছুটিছাটায় বাড়ি ঘুরে আসতেন। সুপার জানান, গত বৃহস্পতিবার দশ দিনের ছুটি নিয়ে তিনি বাড়িতে গিয়েছিলেন। আগামী সোমবার তাঁর ফের হাসপাতালের কাজে যোগ দেওয়ার কথা ছিল। তার আগেই মঙ্গলবার এই দুর্ঘটনা।
সহকর্মী তারকনাথ দে বলেন, ‘‘বিভাসবাবু কম কথা বলতেন। তবে গরিব-দরদী ছিলেন। খুব কাজের মানুষও ছিলেন। তাঁর ভাল ব্যবহারে খুব কম সময়ের মধ্যে এখানকার রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। যে কোনও ওয়ার্ড থেকে যে কোনও সময়ে ডাকলেই তিনি চলে আসতেন। ভর্তি থাকা রোগীদের খোঁজখবর নিতেন নিয়মিত।’’ নার্সেরাও জানাচ্ছেন একই কথা। এমন চিকিৎসকের অকালমৃত্যুর খবর পেয়ে চিকিৎসাধীন রোগীরাও মর্মাহত হয়ে পড়েছেন।