Viral Video

আইসোস্পিডের হাই জাম্পের ‘স্পিড’ দেখে হতবাক অলিম্পিক পদকজয়ী জিমন্যাস্ট! চমকাল সমাজমাধ্যমও

সম্প্রতি আইসোস্পিড এবং ফ্রেডরিক ফ্লিপস রিচার্ডের হাই জাম্প দেওয়ার একটি ভিডিয়ো সমাজমাধ্যম ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় আইসোস্পিডের হাই জাম্পের ‘স্পিড’ই তাঁকে আবার আলোচনার কেন্দ্রবিন্দু করে তুলল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১২:২৮
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

আবারও সমাজমাধ্যমের পাতায় আলোড়ন সৃষ্টি করলেন আইসোস্পিড। এর আগেও তিনি বহু বার নানা ধরনের কাজ করে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছেন। তবে এ বার তিনি কেবল নেটব্যবহারকারীদেরই চমকে দেননি, অলিম্পিকে ব্রোঞ্জজয়ী জিমন্যাস্ট ফ্রেডরিক ফ্লিপস রিচার্ডও তাঁর কাজে হতবাক। সম্প্রতি আইসোস্পিড এবং ফ্রেডরিক ফ্লিপস রিচার্ডের হাই জাম্প দেওয়ার একটি ভিডিয়ো সমাজমাধ্যম ছড়িয়ে পড়েছে। সেই ভিডেয়োয় আইসোস্পিডের জাম্পের ‘স্পিড’ই তাঁকে আবার আলোচনার কেন্দ্রবিন্দু করে তুলল।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ২০২৪ সালে ব্রোঞ্জজয়ী আমেরিকান জিমন্যাস্ট ফ্রেডরিক ফ্লিপস রিচার্ড প্রথমে দৌড়ে গিয়ে হাই জাম্প দিয়ে একটি ছ’ফুট উচ্চতার বাক্সে ওঠেন। তার পর সেখান থেকে ব্যাকফ্লিপ করে আবার নেমেও যান। পেশাগত ভাবেই একজন জিমন্যাস্ট হওয়ায় ক্রীড়াকৌশল প্রদর্শনে অবাক হয়নি সমাজমাধ্যম। চমক ঘটে এর পরে। ফ্রেডরিকের দেখাদেখি আইসোস্পিডও দৌড়ে গিয়ে খুব সহজেই লাফিয়ে সেই ছ’ফুটের উচ্চতার বাক্সের মাথায় উঠে পড়েন। যদিও তিনি ব্রোঞ্জজয়ী ফ্রেডরিকের মতো ব্যাকফ্লিপ দিয়ে নামতে পারেননি। তবে কোনও প্রকার প্রশিক্ষণ ছাড়া স্পিডের এই দক্ষ জাম্প হতবাক করেছে ফ্রেডরিককে।

ভিডিয়োটি ‘ফিয়ারবাক’ নামক এক্স হ্যান্ডেল থেকে ১৩ নভেম্বর পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই এক কোটিরও বেশি বার দেখা হয়েছে। ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন প্রায় দেড় লাখ ব্যবহারকারী। নেটাগরিকেরাও কোনও প্রশিক্ষণ ছাড়াই আইসোস্পিডের এই ‘স্কিলফুল’ জাম্প দেখে চমকে গিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement