PPE Kits

রাস্তার ধারেই পড়ে পিপিই কিট, আতঙ্ক মুর্শিদাবাদের নবগ্রামে, বার্তা স্বাস্থ্য দফতরের

মঙ্গলবার নবগ্রামের গোপগ্ৰাম সংলগ্ন এলাকায় দেখা যায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে পড়ে রয়েছে পিপিই কিট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ১৫:১২
Share:

রাস্তার ধারে পড়ে পিপিই কিট। —নিজস্ব চিত্র

রাস্তার ধারেই পড়ে রয়েছে পিপিই কিট। আর তা নিয়ে আতঙ্ক মুর্শিদাবাদ জেলার নবগ্রামে। যদিও স্বাস্থ্য দফতর অযথা আতঙ্কিত না হওয়ার বার্তাই দিয়েছে।

Advertisement

মঙ্গলবার নবগ্রামের গোপগ্ৰাম সংলগ্ন এলাকায় দেখা যায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে পড়ে রয়েছে পিপিই কিট। রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। তার মধ্যে রাস্তার ধারে পিপিই কিট পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ব্যবহৃত পিপিই কিট যেখানে নষ্ট করে দেওয়ার কথা সেখানে ওগুলি রাস্তার ধারে ফেলে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জেলা স্বাস্থ্য আধিকারিক স্বপন বিশ্বাস বলেন, ‘‘কী কারণে রাস্তার ধারে ওই পিপিই কিট পড়ে আছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কোভিড নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সকলে সতর্ক থাকুন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement