Drug

রঘুনাথগঞ্জের গ্রামে হেরোইন কারখানা, উদ্ধার কয়েক কোটির মাদক

একটি বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে এই কারবার চলত বলে প্রাথমিক অনুমান এসটিএফের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জঙ্গিপুর শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ১৬:০৩
Share:

একটি বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে এই কারবার চলত বলে প্রাথমিক অনুমান এসটিএফের। নিজস্ব চিত্র

জঙ্গিপুরের রঘুনাথগঞ্জ থানার বাগপাড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিশেষ অভিযান চালায় এসটিএফ। তল্লাশির ফলে নিষিদ্ধ মাদক হেরোইন তৈরির কারখানার হদিশ পায় তারা। উদ্ধার করা হয় প্রায় কয়েক কোটি টাকার তরল মাদক হেরোইন, আঠা এবং মাদকজাত দ্রব্য উদ্ধার করা হয়েছে। তা ছাড়াও বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

একটি বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে এই কারবার চলত বলে প্রাথমিক অনুমান এসটিএফের। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম আনারুল শেখ (২৬) ও তফিজুল শেখ (৫৬)। লালগোলার সাহাবাজপুরে তাঁদের বাড়ি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: ছড়াচ্ছে বার্ড ফ্লু, সারা দেশের পাশাপাশি সতর্ক পশ্চিমবঙ্গও

Advertisement

আরও পড়ুন:কেডি-র প্রথমেই প্রশ্ন, ‘কী বলছেন মুকুলদা?’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement