Murder

Palashipara Murder: তিন খুনে ধৃত প্রতিবেশী, পলাশিপাড়ার ঘটনায় ত্রিকোণ প্রেম না ভিন্ন কারণ? ভাবছে পুলিশ

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কৃষ্ণ মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দাকে। প্রথমে আটক করা হয় তাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পলাশিপাড়া  শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৭:৫২
Share:

তিন খুনে প্রতিবেশী গ্রেফতার। —প্রতীকী ছবি।

একই পরিবারের তিন সদস্যকে খুনের ঘটনায় প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করল পুলিশ। নদিয়ার পলাশিপাড়ার ধাওয়াপাড়া এলাকায় মঙ্গলবার খুন হয়েছিলেন একই পরিবারের তিন সদস্য। ওই ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। তাতে ওই কাণ্ড ভিন্ন দিকে বাঁক নিতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। যদিও সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
পলাশিপাড়ার ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বুধবার গ্রেফতার করা হয়েছে কৃষ্ণ মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দাকে। মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য কৃষ্ণকে আটক করা হয়েছিল প্রাথমিক ভাবে। তার বয়ানে অসঙ্গতি মেলায় বুধবার বেলা গড়াতেই তাকে গ্রেফতার করা হয়। তবে খুনের কারণ নিয়ে এখনও ধন্দে পুলিশ। নিহত ডোমন মণ্ডল, সুমিত্রা মণ্ডল এবং মালা মণ্ডলের প্রতিবেশী কৃষ্ণ।

Advertisement

প্রাথমিক ভাবে তদন্তকারীরা মনে করেছিলেন, মালার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই তিন জনকে খুন করেছে কৃষ্ণ। কিন্তু সেই দাবি খারিজ করে দিয়েছেন মালার স্বামী বিধান। প্রথম থেকেই কৃষ্ণের দিকে অভিযোগের আঙুল তুলে আসছিলেন বিধান। তাঁর অভিযোগ, জমি নিয়ে অশান্তির জেরেই কৃষ্ণ এই কাণ্ড ঘটিয়েছে। জমি নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি ছিল বলেও জানিয়েছেন তিনি। কৃষ্ণ বার বার হুমকি দিত বলেও অভিযোগ তাঁর। পুলিশ কৃষ্ণকে জেরা করে সব প্রশ্নের উত্তর পেতে চাইছে।মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছয় সিআইডির একটি বিশেষজ্ঞ দল। ওই দলটি পুলিশ কুকুর দিয়ে আশপাশের এলাকায় চিরুনি তল্লাশিও চালায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement