Bribery Case

ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার, ন’বছর পর আসানসোলের প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারের কারাদণ্ড

সিবিআইয়ের হাতেনাতে ধরা পড়েছিলেন ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বীরভূমের সাঁইথিয়া শাখার ম্যানেজার শরৎ চন্দ্র। দীর্ঘ ন’বছর মামলা চলার পরে আসানসোলের সিবিআই আদালত তাঁর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ০২:১৭
Share:

সিবিআই আদালত কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। প্রতীকী চিত্র।

মৃত বাবার পেনশন যাতে তাঁর মা পান, সেই আবেদন জানিয়ে ব্যাঙ্ক ম্যানেজারের কাছে গিয়েছিলেন পুত্র। এই কাজের জন্য পাঁচ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন ম্যানেজার। আর তা নিতে গিয়েই সিবিআইয়ের হাতেনাতে ধরা পড়েছিলেন ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বীরভূমের সাঁইথিয়া শাখার ম্যানেজার শরৎ চন্দ্র। দীর্ঘ ন’বছর মামলা চলার পরে আসানসোলের সিবিআই আদালত তাঁর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।

Advertisement

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাঁইথিয়া শাখার ম্যানেজার ছিলেন শরৎ। সেই সময় প্রণয় মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি ব্যাঙ্কে আবেদন জানিয়েছিলেন, মৃত বাবার পেনশন যাতে তাঁর মা পান সেই ব্যবস্থা করে দেওয়া হোক। প্রণয়ের বাবা সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। অভিযোগ, সেই সময় ম্যানেজার শর্ত দেন, ‘প্রাপ্য’ টাকা পেতে হলে পাঁচ হাজার টাকা ঘুষ দিতে হবে। তবে ঘুষের প্রস্তাব মানতে পারেননি প্রণয়। তিনি বিষয়টি সিবিআইয়ের দুর্নীতি দমন শাখায় জানান।

সিবিআইয়ের আধিকারিকেরা সেই অভিযোগের ভিত্তিতে ফাঁদ পেতে ২০১৫ সালের ১৩ মে ব্যাঙ্ক ম্যানেজারকে পাঁচ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরেন। এর পরে সিবিআই ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে। দীর্ঘ ন’বছর ধরে চলে সেই মামলা। অবশেষে, সাক্ষ্য ও তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হন প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজার। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর নির্দেশ, ঘুষ নেওয়ার অপরাধে ৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে শরৎকে। জরিমানা অনাদায়ে আরও তিন মাস অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement