এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।
এক জার্মান পর্যটকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার বি গার্ডেনে। কী ভাবে ওই পর্যটকের মৃত্যু হল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, গত ২০ নভেম্বর এক দল বিদেশি কলকাতায় আসেন। সেই দলে ছিলেন ২৪ জন জার্মান এবং ১৪ জন আমেরিকান। কলকাতা ঘুরে তাঁদের যাওয়ার কথা ছিল বারাণসীতে। হাওড়া থেকে স্পেশ্যাল ক্রুজ়ে চেপেই গন্তব্যে পাড়ি দেওয়ার কথা ছিল বিদেশি পর্যটকদের। বুধবার ‘গঙ্গা বিহার’ নামে একটি ক্রুজ় ঠিক করা ছিল তাঁদের জন্য। কিন্তু তাঁদের মধ্যে এক জার্মান পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটল।
জানা গিয়েছে, মঙ্গলবার রিচার্ড কার্ল ম্যাক্স নামে ওই জার্মান পর্যটককে অচৈতন্য অবস্থায় হাওড়ার একটি হাসপাতালে নিয়ে যান তাঁর সঙ্গীরা। তবে তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসকেরা রিচার্ডকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে আসে বি গার্ডেন থানার পুলিশ। মৃতের সঙ্গীদের এবং তাঁরা যেখানে ছিলেন সেখানকার লোকেদের সঙ্গে কথা বলছে পুলিশ। কী ভাবে মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে বলেও খবর।