Dengue

ডেঙ্গি-আতঙ্ক বাড়ছে মুর্শিদাবাদে, এখনও পর্যন্ত জেলায় আক্রান্ত ৯৮০

মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জেলায় ৯৮০ জন আক্রান্ত এখনও পর্যন্ত। এদের মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে আনুমানিক ৯০ জন চিকিৎসাধীন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৮:১২
Share:

মুর্শিদাবাদে ছড়িয়েছে ডেঙ্গি। প্রতীকী চিত্র।

ডেঙ্গি নিয়ে উদ্বেগ বাড়ছে মুর্শিদাবাদে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জেলা জুড়ে ৯৮০ জন আক্রান্ত হয়েছেন এখনও পর্যন্ত। তাঁদের মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছেন। পরিস্থিতি মোকাবিলায় উপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে বলেও জানা গিয়েছে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে।

Advertisement

ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে। মঙ্গলবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গি নিয়ে ২১ জন রোগী ভর্তি। এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। এ নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট অমিয়কুমার বেরা বলেন, ‘‘এখন আমাদের হাসপাতালে ৩১ জন ডেঙ্গি আক্রান্ত চিকিৎসাধীন। যাঁদের বেশির ভাগ ভিন্‌রাজ্য থেকে এসেছেন। এ ছাড়া ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন পাঁচ জন।’’ তাঁর দাবি, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যে কম। ডেঙ্গি আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক এবং গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন প্রায় শতাধিক রোগী। যার মধ্যে ভগবানগোলার কানাপুকুর হাসপাতালে ভর্তি ২০ জন। বহরমপুর শহরেও ডেঙ্গি আক্রান্ত কয়েক জন। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য ভবনের নির্দেশিকা অনুযায়ী একটি কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি দেখছেন তাঁরা। বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, ‘‘মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মাস্টারপ্ল্যান তৈরি করে পুরসভা কাজ চালাচ্ছে। ডেঙ্গির হটস্পটগুলিতে লার্ভা নিধনের কাজ চলছে জোর কদমে। তবে বাইরে থেকে আসা মানুষের মাধ্যমে ডেঙ্গি ছড়িয়ে পড়ার প্রবণতা উদ্বেগের।’’

ডেঙ্গির হানা নিয়ে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল বলেন, ‘‘চলতি বছরে এখনও পর্যন্ত ৯৮০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। বর্তমানে আনুমানিক ৯০ জন চিকিৎসাধীন রয়েছেন মুর্শিদাবাদের বিভিন্ন সরকারি হাসপাতালে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement