উচ্ছ্বাস: গোলের পরে মদ্রিচের সঙ্গে উৎসব গুলেরের (বাঁ-দিকে)। এক্স ছবি: এক্স।
কোপা দেল রে-তে দেপোর্তিভো মিনেরাকে ৫-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। জোড়া গোল তুরস্কের তরুণ প্রতিভা আর্দা গুলেরের। একটি করে গোল করেন ফেদেরিকো ভালভের্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা ও লুকা মদ্রিচ।
পাঁচ মিনিটেই রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ভালভের্দে। ১৩ মিনিটে দ্বিতীয় গোল কামাভিঙ্গার। ২৮ মিনিটে নিজের প্রথম গোল করেন গুলের। ৫৫ মিনিটে ৪-০ করেন মদ্রিচ। ৮৮ মিনিটে ৫-০ করে দেন বাঁ-পায়ের প্রতিভাবান ফুটবলার গুলের।
ম্যাচ শেষে তুরস্কের তারকা বলেছেন, ‘‘আগের চেয়ে অনেক বেশি সুযোগ পাচ্ছি। কাজেও লাগানোর চেষ্টা করছি প্রত্যেকটি সুযোগ।’’ যোগ করেন, ‘‘মদ্রিচ আমাকে খুব সাহস দেয়। একেবারে নিজের ভাইয়ের মতো দেখে। যে কোনও সমস্যা হলে ওর সঙ্গে কথা বলতে পারি।’’ তিনি আরও বলেছেন, ‘‘দলে অনেক বড় ফুটবলারেরা রয়েছে। সকলের থেকেই ভাল পরামর্শ পাচ্ছি।’’
গুলেরের প্রশংসা করেছেন মদ্রিচও। তিনি বলেছেন, ‘‘অসাধারণ প্রতিভা। ওর তুলনা হয় না। ভবিষ্যতের তারকা ও। গতি আছে। ভাল পাস দিতে পারে। দূরপাল্লার শটেও গোল করার ক্ষমতা রয়েছে।’’
শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের ম্যাচ কোন দলের সঙ্গে পড়ে সেটাই এখন দেখার।