সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার বনগ্রাম এলাকায়। —প্রতীকী চিত্র।
বাড়ি সংলগ্ন চায়ের দোকানে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম বরুণ মণ্ডল (৪০)। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার বনগ্রাম এলাকায়।
পুলিশের প্রাথমিক অনুমান, কোনও ভাবে উনুন থেকে ওই দোকানে আগুন লেগে থাকতে পারে। রাতে ওই দোকানেই থাকতেন বরুণ।
দোকানের পাশে বরুণের আরও তিন ভাইয়ের ঘর ছিল। সেই সব ঘরও পুড়ে গিয়েছে। তবে বরুণ ছাড়া আর কোনও হতাহতের খবর নেই।
রাতে দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গভীর রাতে অগ্নিদগ্ধ অবস্থায় বরুণকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
পুলিশ ও দমকল সূত্রের খবর, চায়ের দোকানের আগুন একের পর এক দরমা ও টিনের ঘরে ছড়িয়ে পড়ে। বরুণের আত্মীয়েরা সকলেই ঘর থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন। তবে দু’-একটি গবাদি পশু আগুনে ঝলসে মারা গিয়েছে। বরুণের এক ভাই তরুণ বলেন, ‘‘রাতে
খাওয়ার পরে আমরা সবাই শুয়ে পড়েছিলাম। আচমকা আগুনের ঝলক দেখতে পেয়ে ঘর ছেড়ে সবাই চলে যাই। সমস্ত ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে।’’ পুলিশ সূত্রের খবর, বরুণ ভ্যান চালানোর কাজ করতেন। পাশাপাশি, সন্ধ্যার পর থেকে ওই চায়ের দোকান চালাতেন।