মাওবাদী পোস্টার। নিজস্ব চিত্র।
সাদা কাগজের উপর লাল কালিতে লেখা, ‘এক সপ্তাহের মধ্যে মাথা চাই’। আবার কোনওটাতে লেখা হয়েছে, ‘মাথা কেটে নেব’। তার নীচে লেখা সিপিআই মাওবাদী। ভীমপুর এলাকায় এই পোস্টার ঘিরেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি মহাদেব সরকারের দাবি, পোস্টারে যাঁদের নাম রয়েছে, তাঁরা বিজেপির নেতা-কর্মী।
শনিবার সকালে ভীমপুর পঞ্চায়েত অফিসের সামনে এবং আশপাশ এলাকায় গোটা কয়েক পোস্টার দেখতে পান স্থানীয়েরা। পোস্টারে কয়েক জন ব্যক্তির নাম করে হুমকি দেওয়া হয়েছে। তাঁরা বিজেপির চার নেতা ও কর্মী সনৎ বিশ্বাস, রাজু চৌধুরী, বিশ্বজিৎ বিশ্বাস, দিলীপ সরকার বলে দাবি মহাদেবের। বিজেপির অভিযোগ, পোস্টার দিয়ে এলাকায় আতঙ্ক ছড়াতে চাইছে তৃণমূল।
এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দাবি, এখন মাওবাদী সংগঠনের নাম করে কোনও রাজনৈতিক দলই এই পোস্টার ছড়াচ্ছে। কৃষ্ণনগর ১ ব্লকের কিছু এলাকায় পঞ্চায়েত ভোটে বিজেপি জেতে। এর মধ্যে ভীমপুরও আছে। এরপর থেকেই সেখানে বিজেপির দাপট বাড়তে থাকে। এখানে বেশ কয়েক বার তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘাতও হয়েছে। বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি মহাদেব বলেন, ‘‘এঁরা আমাদেরই দলের নেতা-কর্মী। মাওবাদীদের নাম করে আসলে তৃণমূলই এ সব করছে।’’
অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, এটা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল। তৃণমূলের কৃষ্ণনগর ১ ব্লকের কৃষ্ণনগর উত্তর বিধানসভার সভাপতি শৈলেন ঘোষ বলেন, “এটা বিজেপিরই কাজ। ওদের নানা গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তার ফলেই এই পোস্টার।’’