প্রতীকী ছবি।
ভোররাতে যুবককে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা। পুকুর নিয়ে গণ্ডগোলের জেরে সোমবার ভোরে প্রথমে ওই যুবককে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। মৃতের নাম পলাশ মণ্ডল (৪৫)। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার বারইহুদা মণীন্দ্রপল্লীতে।
পরিবারের দাবি, পুকুর নিয়ে পলাশের দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল এলাকার কয়েকজন যুবকের সঙ্গে। সোমবার ভোর পাঁচটা নাগাদ পলাশ মণ্ডলের বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। বাড়ি থেকে বের করে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় এবং পরে মৃত্যু নিশ্চিত করতে কানের মধ্যে গুলি করা হয় বলে অভিযোগ। পাশাপাশি, আক্রান্ত ও তাঁর প্রতিবেশী এক ব্যক্তির বাড়িও ভাঙচুর করে দুষ্কৃতীরা।
পরিবারের অভিযোগ, অভিযুক্তরা সকলেই স্থানীয় বাসিন্দা। সোমবার ভোরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। আপাতত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কৃষ্ণনগর জেলা পুলিশ জানিয়েছে, পুলিশের প্রাথমিক তদন্তের পরেও মনে করা হচ্ছে, পুকুর নিয়ে গোলমালের জেরেই এই খুন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।