কৃষ্ণনগর ১৫ নম্বর ওয়ার্ডের মালিপাড়া নাথ লেনের দশা। ছবি: সুদীপ ভট্টাচার্য।
নিকাশি নালা রয়েছে। কিন্তু সেই নালার জল ঠিক মতো প্রবাহিত হতে পারছে না। ফলে নোংরা জল চলে আসছে রাস্তায়। টানা কয়েক মাস ধরে জলমগ্ন রাস্তায় চলাফেরা করতে হয়েছে বাসিন্দাদের। বাসিন্দারা দ্রুত সমস্যার সমাধানের দাবি করছেন।
কৃষ্ণনগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নাথ লেন এলাকায় নিকাশি নালা রয়েছে। তবে সে নালার জল আটকে থাকছে নালাতেই। তা হাইড্রেনে বা অন্য কোনও জায়গায় গিয়ে পড়ার ব্যবস্থা নেই। এলাকার বাসিন্দাদের বাড়ির নিকাশির জল এসে রাস্তার ধারে সেই নালাতে পড়ছে। নালা ভর্তি হলে জল চলে আসছে রাস্তায়। কোথাও কোথাও ইট পেতে পাশ দিয়ে রাস্তা পার করার ব্যবস্থা করতে বাধ্য হয়েছেন বাসিন্দারা।
এই জল থেকে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে পাশাপাশি ছড়াচ্ছে দূষণও। রোগ ছড়ানোর আশঙ্কাও করছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা গোবিন্দ রায় বলেন, "নিকাশি নালার জল উপচে রাস্তা জলমগ্ন হয়ে থাকছে। এই দুর্বিসহ পরিস্থিতির মধ্যেই মাসের পর মাস ধরে বাস করতে হচ্ছে। পুরসভাকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। আমরা দ্রুত সমাধান চাই।"
পুর কর্তৃপক্ষের বক্তব্য, ওই এলাকায় নিকাশির জল বাইরে বার করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে। আশপাশের এলাকা দিয়ে নিয়ে যেতে গেলে সেখানকার বাসিন্দারা আপত্তি করছেন। ব্যক্তিগত মালিকানাধীন জমির উপর দিয়ে নালা নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বাধা এসেছে। পুরসভার ইঞ্জিনিয়াররা বিষয়টি দেখছেন। কৃষ্ণনগরের উপ-পুরপ্রধান নরেশ দাস এই ওয়ার্ডেরই পুরপ্রতিনিধি। তিনি বলেন, "সমস্যার সমাধানের জন্য পরিকল্পনা হচ্ছে। আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি।"