Karimpur

মত্ত অবস্থায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, করিমপুরে গ্রেফতার হলেন স্বামী

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সাহেদা বিবি (৪৪)। স্ত্রীকে খুনের অভিযোগে ইতিমধ্যেই স্বামী শফিক খানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

করিমপুর শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৪ ২২:৪১
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

মত্ত অবস্থায় স্ত্রীকে নৃশংস ভাবে মারধরের পর শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ নদিয়ার হোগলবেড়িয়া থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। দ্রুত ওই বধূকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সাহেদা বিবি (৪৪)। স্ত্রীকে খুনের অভিযোগে ইতিমধ্যেই স্বামী শফিক খানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাম্পত্য জীবনের শুরু থেকেই স্বামী শফিকের অতিরিক্ত মদ্যপানের জন্য অশান্তি লেগেই থাকত ওই পরিবারে। তার উপর সম্প্রতি সংসারে আর্থিক অনটন দেখা দিলে অশান্তি চরমে পৌঁছয়। অন্য দিনের মতো রবিবার সন্ধ্যাতেও মত্ত অবস্থায় ঘরে ফিরেছিলেন অভিযুক্ত। অভিযোগ, স্ত্রী প্রতিবাদ করতেই তাঁকে লাঠি দিয়ে মারধর করতে শুরু করেন শফিক। শুধু তাই নয়, প্রতিবেশীদের দাবি, এর পর ওই বধূকে শ্বাসরোধ করে খুন করেন শফিক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু দ্রুত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতাল সূত্রে খবর, মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। মহিলার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তেহট্ট মহকুমা পুলিশের আধিকারিক শুভতোষ সরকার বলেন, ‘‘গৃহবধূর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement