Krishnanagar Case

ও নির্দোষ, সিনেমা দেখতে গিয়েছিল, বাড়়ি ফিরে এসে ঘুমিয়ে পড়ে: কৃষ্ণনগরকাণ্ডে ‘নির্যাতিতা’র প্রেমিকের মা

কৃষ্ণনগরের তরুণীর অর্ধনগ্ন দগ্ধ দেহ উদ্ধারের পর গ্রেফতার করা হয় তাঁর প্রেমিককে। প্রাথমিক ভাবে তাঁকে জিজ্ঞাসাবাদের পর আটক করা হয় অভিযুক্তের মা-বাবাকেও। পরে এই দু’জনকে ছেড়ে দেয় পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৪:২৮
Share:

প্রতীকী ছবি।

পুত্রকে নির্দোষ বলেই দাবি করলেন কৃষ্ণনগরকাণ্ডে অভিযুক্ত যুবকের মা। শুধু তা-ই নয়, মঙ্গলবার অর্থাৎ ঘটনার দিন তাঁর পুত্র সারা দিন কোথায় ছিলেন, কখন বাড়ি ফিরেছিলেন, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণও দিলেন। যদিও ‘নির্যাতিতা’ তরুণীর মায়ের দাবি, অভিযুক্তের মা অসত্য বলছেন।

Advertisement

বুধবার কৃষ্ণনগরে এক তরুণীর অর্ধনগ্ন, অর্ধদগ্ধ দেহ উদ্ধারের পরেই গ্রেফতার করা হয় তাঁর প্রেমিককে। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার। প্রাথমিক ভাবে তাঁকে জিজ্ঞাসাবাদের পর আটক করা হয় অভিযুক্তের মা-বাবাকেও। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক এবং তাঁর বাবা-মাকে দফায় দফায় আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য নিয়ে ফের তিন জনকে মুখোমুখি জেরা করা হয়। সেই তথ্য মিলিয়ে দেখেন তদন্তকারীরা। বুধবার গভীর রাতে কৃষ্ণনগরের কোতোয়ালি থানা থেকে ছেড়ে দেওয়া হয় অভিযুক্ত যুবকের মা-বাবাকে। ছেলেকে নির্দোষ দাবি করেন তাঁর দু’জনেই। একই সঙ্গে ঘটনার দিন তাঁর পুত্র কোথায় ছিলেন, তার বিবরণও দেন। এ প্রসঙ্গে যদিও পুলিশ সরকারি ভাবে কোনও মন্তব্য করেনি।

ছেলের গতিবিধি সম্পর্কে বলতে গিয়ে অভিযুক্ত যুবকের মায়ের দাবি, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁর ছেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সন্ধ্যা ৬টা নাগাদ বাড়ি ফিরে আসেন। মায়ের দাবি, ছেলে তাঁকে জানিয়েছিলেন, তিনি সিনেমা দেখতে গিয়েছিলেন। এর পর সামান্য কিছু খেয়ে ছেলে ঘুমিয়ে পড়েন বলেই দাবি মায়ের। ওই মহিলার দাবি, রাত ৮টা নাগাদ তরুণীর মায়ের ফোন আসে তাঁর ছেলের মোবাইলে। তরুণীর মাকে পরে ফোন করার কথা বলেন তাঁর ছেলে, দাবি অভিযুক্তের মায়ের। তাঁর আরও দাবি, রাত ১০টা নাগাদ তরুণীর মা আবার ফোন করেন। তাতে ঘুম ভাঙে তাঁর ছেলের। এর পরেই তাঁর ছেলে তরুণীর মাকে ফোন করেন। ফোনে কথা বলার পরেই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। ঘণ্টাখানেক পর বাড়ি ফিরে আসেন। তার পর শুতে চলে যান। যদিও অভিযুক্ত যুবকের মায়ের এই দাবিকে নস্যাৎ করে তরুণীর মায়ের পাল্টা দাবি, তাঁর কন্যা ওই বাড়িতে রয়েছে বলে ফোনে দাবি করেছিলেন ধৃত যুবক। ওই যুবকের মায়ের কথায় অসঙ্গতি রয়েছে বলেও দাবি করেছেন তরুণীর মা।

Advertisement

এই ঘটনায় ‘নির্যাতিতা’র মা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘নিরপেক্ষ তদন্ত এবং যথোপযুক্ত সাজার জন্য মেয়ের খুনের তদন্ত করুক সিবিআই। সম্ভবত বৃহস্পতিবারই আইনজীবীর মাধ্যমে কলকাতা হাই কোর্টে আবেদন জানাব। প্রয়োজনে বাড়ি বিক্রি করে এই লড়াই চালাব।”

তবে বৃহস্পতিবার এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানান, কৃষ্ণনগরকাণ্ডে সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করেছে রাজ্য পুলিশ। এই ঘটনার তদন্তে সিআইডির সাহায্যও নেওয়া হচ্ছে।

বুধবার সকালে কৃষ্ণনগরে তরুণীর দেহ উদ্ধার হয়। স্থানীয়েরাই দেহটি রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরিবারের অভিযোগ, দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের পর খুন করা হয়েছে। আঙুল ওঠে তরুণীর প্রেমিকের দিকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে ধৃত যুবককে মূল অভিযুক্ত হিসাবে ধরে প্রাথমিক ভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে ওই তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে এখনই ‘খুন’ বলতে রাজি নয় পুলিশ। পুলিশ সুপার অমরনাথ কে বলেছিলেন, ‘‘তরুণীর মৃত্যুর নেপথ্যে ধর্ষণ না কি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement