Penetration

সীমান্তে ফের গ্রেফতার চার বাংলাদেশি

৪ বাংলাদেশিকেই মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে খাইরুল শেখ, মইন আলি যাদের বাড়ি রাজশাহি জেলার গোদাগাড়ি থানা এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ০৮:২২
Share:

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ৪ বাংলাদেশি লালগোলার ভবানীপুর মোড়ে মঙ্গলবার রাতে ঘোরাফেরা করছিল। —প্রতীকী চিত্র।

বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের জন্য ৪ জন বাংলাদেশি নাগরিককে ভবানীপুর থেকে গ্রেফতার করল লালগোলা থানার পুলিশ। বেশ কিছু দিন আগে সীমান্ত পেরিয়ে ভিন্ রাজ্যে কাজের সন্ধানে যায় তারা। প্রাথমিক ভাবে পুলিশ খবর পেয়েছে, সেখানে কাজ করে ফের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেতে ভবানীপুরে জমায়েত হয়। খবর পেয়ে ৪ বাংলাদেশিকেই মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে খাইরুল শেখ, মইন আলি যাদের বাড়ি রাজশাহি জেলার গোদাগাড়ি থানা এলাকায়। অন্য দু’জন আসাদুল শেখ ও এমদাদুল শেখ। তাদের বাড়ি চাপাই নবাবগঞ্জে।

Advertisement

এর আগে ২২ অক্টোবর ভগবানগোলা দিয়ে সীমান্ত পেরোতে গিয়ে রানীতলা থানার পুলিশের হাতে ধরা পড়ে ৪১ জন বাংলাদেশি।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ৪ বাংলাদেশি লালগোলার ভবানীপুর মোড়ে মঙ্গলবার রাতে ঘোরাফেরা করছিল। লক্ষ্য ছিল ভগবানগোলার সীমান্ত। তখন সন্দেহ হওয়ায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ সূত্র জানিয়েছে, তারা স্বীকার করে যে, তারা বাংলাদেশের নাগরিক। কোনও বৈধ নথি তাদের কাছে ছিল না। তখনই তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, কয়েক বছর আগে তারা কাজের খোঁজে ভারতে এসেছিল। কাজ করছিল দক্ষিণ ভারতে নির্মাণ শ্রমিক হিসেবে। এখন ভগবানগোলা দিয়ে বাংলাদেশে বাড়ি ফিরছিল।

Advertisement

একই ভাবে ভগবানগোলা ২ ব্লকের নসিপুর গ্রাম পঞ্চায়েতের পারসাহেবনগর গ্রামের পাশে এক মাঠের মধ্যে জমায়েত হয়েছিল ৪১ জন বাংলাদেশি। রাত কাটিয়ে সীমান্ত পেরিয়ে তারা সকলেই বাংলাদেশে তাদের বাড়িতে ফিরে যেত। তার আগেই রানীতলার বিশাল পুলিশ বাহিনী হানা দেয়। দক্ষিণ ভারতের চেন্নাই ও বেঙ্গালুরুতে কাজ করত তারাও। ট্রেনে চেপে শিয়ালদহ থেকে ভগবানগোলা স্টেশনে এসে নামে তারা। এরপর তারা টোটো সহ বিভিন্ন গাড়িতে পারসাহেব নগর এলাকার পাশের মাঠে জড়ো হয়। এই ঘটনার পরে সীমান্তবর্তী এলাকায় চিন্তা বেড়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement