মুর্শিদাবাদের ইসলামপুরে নেতাজির জন্মজয়ন্তী উদযাপন নিয়ে ফরওয়ার্ড ব্লক এবং তৃণমূল নেতাকর্মীদের সংঘর্ষ। — নিজস্ব চিত্র।
নেতাজিকে নিয়ে মুর্শিদাবাদের ইসলামপুরে সংঘর্ষ বাধল ফরওয়ার্ড ব্লক এবং তৃণমূলের মধ্যে। অভিযোগ, ফরওয়ার্ড ব্লকের কর্মীদের উপর হামলা চালিয়েছেন তৃণমূল কর্মীরা। তৃণমূল যদিও সেই অভিযোগ মানেনি।
সোমবার ইসলামপুরে ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক বিভাস চক্রবর্তীর নেতৃত্বে মিছিল করে যাচ্ছিলেন দলীয় কর্মীরা। অভিযোগ, সেই সময় তাঁদের উপর হামলা চালান তৃণমূল কর্মীরা। নেতৃত্বে ছিলেন রানিনগর-১ ব্লকের তৃণমূল সভাপতি মোস্তফা সরকার ওরফে নেতাজুলের।
ফরওয়ার্ড ব্লক নেতা বিভাস জানান, তৃণমূল কর্মীরা এসে দাবি করেন নেতাজির জন্মজয়ন্তী পালন করবে পঞ্চায়েত। সরকারি জায়গায় কর্মসূচি পালন করতে হবে। তাতে রাজি না হওয়ায় চলে হামলা। বিভাস এই নিয়ে পুলিশের দিকেও আঙুল তুলেছেন। তিনি বলেন, ‘‘থানায় জানিয়েছিলাম যে, ১২টা থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত মিছিল করে এসে মাল্যদান করব। তাতে ওসি আপত্তি জানাননি। এখন বুঝতে পারছি, কেন আপত্তি জানাননি। এটা ছিল ওসি আর তৃণমূলের যৌথ পরিকল্পনা।’’
কী ভাবে তাঁদের উপর হামলা হয়েছে, তাও জানিয়েছেন বিভাস। তাঁর কথায়, ‘‘প্রশাসনের অনুমতি নিয়ে মিছিল হচ্ছিল। নেতাজুল ইসলাম লাঠি নিয়ে হামলা করেন। আমার বুকে ঘুষি মারা হয়। নেতাজির ছবি দেওয়া ব্যাজ কেড়ে নেওয়া হয়। কর্মীদের উপর হামলা হয়। পরিকল্পিত ভাবে হামলা হয়েছে। আক্রান্ত হয়েছেন সাংবাদিকরাও।’’
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। তার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের চেয়ারম্যান আবু তাহের খান বলেন, ‘‘উত্তেজক পরিস্থিতি তৈরি করে পরিকল্পিত ভাবে গন্ডগোল বাধানো হয়েছে। এখানে তৃণমূলের কেউ যুক্ত নন।’’