মুর্শিদাবাদে সমবায় সমিতির নির্বাচনে গুলি চলার অভিযোগ। নিজস্ব চিত্র।
মুর্শিদাবাদের নওদার চাঁদপুর সমবায় সমিতির ভোটে গুলি চলার অভিযোগ। পাটিকাবাড়ি হাই স্কুলে তীব্র উত্তেজনা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার শাসকদলের।
গোলমালের আশঙ্কা ছিলই। কিন্তু সমবায় ভোটে যে গুলি চলবে, তা বুঝতে পারেননি কেউই। নওদার চাঁদপুর সমবায় সমিতির ভোট যেন হার মানাবে সাধারণ নির্বাচনকেও। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ভোটারদের বাধা দিচ্ছিলেন স্থানীয় তৃণমূল নেতারা। তাঁরাই বহিরাগতদের এনে গোলমাল শুরু করেন। নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ, অভিযোগ বিরোধীদের। সেই সময়ই গুলি চলে বলে অভিযোগ। এলাকা থেকে পাওয়া গিয়েছে একটি গুলির খোলও। যদিও সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা।
মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সাংগঠনিক চেয়ারম্যান তথা সংসদ আবু তাহের খান গুলি চলার কথা অস্বীকার করেছেন। আবু তাহের বলেন, ‘‘বোমাবাজি কিংবা গুলি চালানোর কোনও ঘটনা ঘটেনি। সকালের দিকে উত্তেজনা তৈরি হয়েছিল ঠিকই। এখন শান্তিপূর্ণ ভোট চলছে।’’ মুর্শিদাবাদে সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, ‘‘বিরোধী দলের এজেন্টদের বাধা দেওয়া হয়েছে। ভোটারদের ভয় দেখানো হয়েছে। পুলিশ নির্বিকার। বোমা, গুলির ছবি তো সংবাদমাধ্যমের ক্যামেরাতেই উঠেছে। সেই ছবি তুলতে গিয়ে বেশ কয়েকজন সাংবাদিকও আক্রান্ত হয়েছেন।’’
নওদা ব্লকের চাঁদপুর সমবায় সমিতিতে মোট আসন ৯টি। এক দিকে তৃণমূল। বিপক্ষে সিপিএম, আরএসপি এবং কংগ্রেসের মহাজোট। পাটিকাবাড়ি হাইস্কুলে ৯৮১ জন ভোটার রয়েছেন। লড়াইয়ে আছেন ১৯ জন প্রার্থী।