Fake currency

সামশেরগঞ্জে উদ্ধার ৫০০ টাকার জাল নোট

জালনোট পাচারের সঙ্গে যুক্ত দুই দুষ্কৃতীকেও মঙ্গলবার ভোরে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২১ ১৪:৪১
Share:

উদ্ধার হওয়া জালনোট। নিজস্ব চিত্র।

ফের জাল নোট উদ্ধার হল মুর্শিদাবাদ জেলাতে। সে জেলার সামশেরগঞ্জে উদ্ধার হয়েছে দেড় লক্ষ টাকার জালনোট। উদ্ধারের পাশাপাশি জালনোট পাচারের সঙ্গে যুক্ত দুই দুষ্কৃতীকেও মঙ্গলবার ভোরে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গিপুর জেলা পুলিশ জেলার সামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান ফেরিঘাটে অভিযান চালায় পুলিশ। তখনই জাল নোট-সহ গ্রেফতার করা হয়েছে দু’জন দুষ্কৃতীকে। ধৃত দুষ্কৃতীদের নাম সাবিরুদ্দিন শেখ এবং লিফটন শেখ। তাঁদের বাড়ি ফরাক্কা থানার অন্তর্গত অর্জুনপুরের রামকণ্ঠপুরে।

জঙ্গিপুর জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত দু’জন মালদহ জেলার বৈষ্ণবনগর এলাকা থেকে নোটগুলি পাচারের জন্য নিয়ে আসছিলেন। তাঁদের কাছ থেকে ৫০০ টাকার ৩০০টি জাল নোট উদ্ধার হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement