Bengaluru

স্কুল থেকে ফেরার পথে নির্মীয়মাণ বহুতল থেকে কাঠের খুঁটি মাথায় পড়ল ছাত্রীর, হাসপাতালে মৃত্যু

মৃতার নাম তেজস্বিনী রাও। সে কেম্পেগৌড়ার বাসিন্দা। ভিভি পুরমের একটি স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করত। তার বাবা ক্যাব চালক। পড়াশোনার পাশাপাশি নাচেও দারুণ ছিল সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১৬:৩৩
Share:
স্কুলছাত্রী তেজস্বিনী রাও।

স্কুলছাত্রী তেজস্বিনী রাও। ছবি: সংগৃহীত।

স্কুল থেকে ফিরছিল দশম শ্রেণির ছাত্রী। পথে নির্মীয়মাণ বহুতল থেকে কাঠের খুঁটি এসে পড়ল মাথায়। হাসপাতালে নিয়ে গেলেও প্রাণরক্ষা হল না। মৃত্য হয়েছে ১৫ বছরের কিশোরীর। ঘটনাটি বেঙ্গালুরুর। কিশোরীর বাবা ওই নির্মীয়মাণ বহুতলের বিল্ডারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

মৃতার নাম তেজস্বিনী রাও। সে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া নগরের বাসিন্দা। স্থানীয় ভিভি পুরমের একটি স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করত। তার বাবা ক্যাবচালক। পড়াশোনার পাশাপাশি নাচেও পারদর্শী ছিল সে। শনিবার দুপুরে স্কুল থেকে ফিরছিল তেজস্বিনী। ন্যাশনাল হাই স্কুল রোডে একটি নির্মীয়মাণ বহুতলের নীচ দিয়ে যাওয়ার সময় ছ’তলা থেকে একটি কাঠের খুঁটি তার মাথার উপরে পড়ে। দুই পথচারী কোনও ক্রমে বেঁচে যান। তেজস্বিনীকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চেষ্টা করলেও তার প্রাণরক্ষা হয়নি।


Advertisement

তেজস্বিনীর বাবা সুধাকর রাও থানায় বহুতলের বিল্ডারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন। মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই এলাকায় বসানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement