প্রতীকী ছবি।
করোনা আক্রান্ত এক মহিলার দিদি বাড়িতে পড়ে গিয়ে আহত হলেও তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাতে এগিয়ে এলেন না কোনও পরিচিত। শেষ পর্যন্ত শান্তিপুর করোনা প্রতিরোধ মঞ্চের সদস্যরা খবর পেয়ে এগিয়ে আসেন। তাঁদের সহায়তায় ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার তাঁর নমুনা পরীক্ষা করানো হলে তাঁরও রিপোর্ট পজ়িটিভ আসে। শান্তিপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন দুয়েক আগে বোনের করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার পর দিদি বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার দিদি বাড়িতে পড়ে যান। বয়স্ক ওই মহিলা উঠোনে পড়ে যাওয়ার পর তাঁকে তুলে ঘরে নিয়ে যাওয়ার বা হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনও লোক ছিলেন না। ফলে সে ভাবেই পড়েছিলেন তিনি। বাড়িতে আর ছিলেন তাঁর দুই বয়স্ক ভাই এবং বোন। তাঁরা পরিচিতদের ফোন করে যোগাযোগ করেন সাহায্যের জন্য। যদিও সেখান থেকে কোনও সাহায্য পাননি। পরে তাঁরা যোগাযোগ করেন শান্তিপুর করোনা প্রতিরোধ মঞ্চের সঙ্গে। তাঁরা যোগাযোগ করেন শান্তিপুর থানার পুলিশের সঙ্গে। পুলিশের উদ্যোগে আসে অ্যাম্বুল্যান্স। করোনা প্রতিরোধ মঞ্চের সদস্যরাই তাঁকে অ্যাম্বুল্যান্সে তুলে নিয়ে রওনা দেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। তখন সন্ধ্যা গড়িয়ে রাত। শুক্রবার তাঁর নমুনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজ়িটিভ আসে। তাঁকে শুক্রবার সন্ধ্যায় কৃষ্ণনগরের কোভিড হাসপাতালে পাঠানো হয়। তাঁর আগে একবার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল।
পরিবারের দাবি, তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আগে যোগাযোগ করেছিলেন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য। কিন্তু সাহায্য মেলেনি। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস বলেন, “ওঁরা অনেক পরে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। ওঁদের জানিয়েছিলাম হাসপাতালে নিয়ে এলে আমরা চিকিৎসার ব্যবস্থা করব। পরে ওঁরা আমাদের এখানে নিয়ে এলে তাঁর চিকিৎসা শুরুর পাশাপাশি আমরা নমুনা পরীক্ষা করাই। তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে।”
শান্তিপুর করোনা প্রতিরোধ মঞ্চের কর্ণধার অপূর্বলাল সাহা বলেন, “আমরা খবর পাওয়ার পরে সেখানে ছুটে যাই। যাই হোক না কেন মনে হয়েছিল ওঁর পাশে দাঁড়াতে হবে।”