West Bengal Panchayat Election 2023

মনোনয়ন নিয়ে তৃণমূলের মধ্যেই ধুন্ধুমার! ভরতপুরে গ্রেফতার বিধায়ক হুমায়ুনের তিন অনুগামী

পঞ্চায়েত ভোটে প্রার্থী নির্বাচন নিয়ে তৃণমূলের মধ্যে গোলমাল প্রসঙ্গে বিধায়ক হুমায়ুন কবীর দলের ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ করেছেন। বলেছেন প্রয়োজনে ধৃতেরা জেল থেকেই ভোটে লড়বেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ১৪:৩০
Share:

তৃণমূল বিধায়ক-ঘনিষ্ঠ তিন জনকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। —নিজস্ব চিত্র।

পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন থেকেই জেলায় জেলায় রাজনৈতিক সংঘর্ষের খবর উঠে আসছে। অধিকাংশ জায়গায় শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিরোধীরা। এ বার মনোনয়ন নিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দলে গ্রেফতার হলেন শাসকদলেরই ৩ জন। মুর্শিদাবাদের সালারের ঘটনা। তৃণমূলের একটি অংশ জানাচ্ছে, ধৃতেরা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের অনুগামী।

Advertisement

মনোনয়ন পর্বের প্রথম দিন, শুক্রবার ভরতপুরের তৃণমূল ব্লক সভাপতির অনুগামীদের উপর হামলার অভিযোগ ওঠে। ২৪ ঘণ্টার মধ্যে ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। ধৃতদের নাম আব্দুল আজিজ মির্জা ওরফে ভুটার, ফিরোজ শেখ ওরফে তপন এবং রোহন শেখ। তাঁরা বিধায়ক হুমায়ূন কবীরের ঘনিষ্ঠ বলে পরিচিত এলাকায়। এঁদের মধ্যে আব্দুল ভরতপুর ২ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ, ফিরোজ কর্মাধ্যক্ষ এবং রোহন তৃণমূলের সক্রিয় কর্মী।

শুক্রবার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সালার। অভিযোগ, স্থানীয় বিধায়ক এবং তৃণমূলের ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয়। তাতে আহত হন অন্তত ১৫ জন। মামলা রুজু হয় উভয় পক্ষের বেশ কয়েক জনের বিরুদ্ধে। এই তিন জনের গ্রেফতারি নিয়ে ভরতপুরের বিধায়ক বলেন, ‘‘মনোনয়ন জমা দেওয়া আটকাতে জনপ্রতিনিধিদের পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে নিজে এলাকা দখল করতে চাইছেন ওই ব্লক সভাপতি।’’ এর পর তাঁর হুঙ্কার, ‘‘প্রয়োজন হলে গ্রেফতার হওয়া নেতারা জেল থেকেই ভোটে লড়বেন।’’

Advertisement

অন্য দিকে, এ নিয়ে ভরতপুর ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘হামলার ঘটনায় প্রত্যক্ষ যোগ ছিল তিন জনের। আইন নিজের হাতে তুলে নিলে প্রশাসন তো ব্যবস্থা নেবেই। এ ক্ষেত্রে দলের কিছু বলার নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement