Death

আচমকা মাথায় গুলি চালালেন, কয়েক মুহূর্তেই নিজেকে শেষ করলেন বিএসএফ জওয়ান

নদিয়ার চাপড়া থানা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হৃদয়পুরে কর্মরত ছিলেন ওই জওয়ান। তাঁর নাম মনমোহন সিংহ(৩৫)। মৃত জওয়ান রাজস্থানের জয়পুরের বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৩ ১২:৪৬
Share:

—প্রতীকী চিত্র।

নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন বিএসএফের এক জওয়ান। নদিয়ার চাপড়া থানা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হৃদয়পুরে কর্মরত ছিলেন ওই জওয়ান। তাঁর নাম মনমোহন সিংহ(৩৫)। মৃত জওয়ান রাজস্থানের জয়পুরের বাসিন্দা। কী কারণে আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে বিএসএফ সূত্রে খবর।

Advertisement

বুধবার এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। বিএসএফ সূত্রে খবর, আচমকাই গুলির শব্দ শোনা যায় বিএসএফ ক্যাম্পে। জওয়ানেরা ছুটে গিয়ে দেখেন, সীমান্তের ২০৫ নম্বর পয়েন্ট এলাকায় মাটিতে পড়ে রয়েছেন ওই জওয়ান। তাঁর মাথা থেকে গলগল করে রক্ত বেরোচ্ছিল সেই সময়। সঙ্গে সঙ্গে ওই জওয়ানকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ওই জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কী কারণে ওই জওয়ান আত্মহত্যা করলেন, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি একে আর্য বলেন, ‘‘কর্তব্যরত অবস্থায় ওই জওয়ান আত্মহত্যা করেছেন। পারিবারিক সমস্যা থেকেই এমন সিদ্ধান্ত বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি, বাকিটা তদন্ত করে দেখা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement