BDO

ট্রেন বন্ধ, নিট পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা বিডিও-র

ভগবানগোলা-১ ব্লকের যারা নিট পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য বাসের ব্যবস্থা করল ব্লক প্রশাসন। শনিবার দুপুরে পরীক্ষার্থী ও তাদের অভিভাবক মিলিয়ে প্রায় ১২০ জন নিয়ে দু'টি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভগবানগোলা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২০ ০০:২৫
Share:

পরীক্ষার্থীদের নিয়ে ছাড়ল বাস। ছবি: মৃন্ময় সরকার

করোনা আবহে লকডাউন ঘোষণা হতেই বন্ধ হয়েছে ট্রেন। তারপর আনলক পর্ব শুরু হলেও ট্রেন পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি। এমনকি বাস ট্রেকার বাস চললেও তা পরিমাণে কম। এই অবস্থায় রবিবার সর্বভারতীয় ‘নিট’ পরীক্ষা দিতে যাবে কিভাবে এই চিন্তায় ঘুরপাক খাচ্ছিলো পরীক্ষার্থীদের মধ্যে। অনেকেই পরীক্ষা দিতে যাওয়ার জন্য ছুটে গিয়েছিল গাড়ি ভাড়া করতে। কিন্তু গাড়ির ভাড়া যা তা শুনে অনেকেই বিপাকে পড়েছিল। অবশেষে পরীক্ষার্থীদের পাশে দাঁড়াল ভগবানগোলা-১
ব্লকের বিডিও।

Advertisement

ভগবানগোলা-১ ব্লকের যারা নিট পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য বাসের ব্যবস্থা করল ব্লক প্রশাসন। শনিবার দুপুরে পরীক্ষার্থী ও তাদের অভিভাবক মিলিয়ে প্রায় ১২০ জন নিয়ে দু'টি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

বাস ছাড়ার আগে পরীক্ষার্থীদের নিয়ে সামাজিক দূরত্ববিধি মেনে একটি সংবর্ধনা সভার আয়োজন করা করা হয় ব্লক অফিসে। সেখানে পরীক্ষার্থীদের ফুল, মিষ্টি, পেন, মাস্ক স্যানিটাইজ়ার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ দিন বিডিও পুলককান্তি মজুমদার বলেন, ‘‘করোনা আবহে ট্রেন বন্ধ এই অবস্থায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সমস্যা হবে পরীক্ষার্থীদের। এমনকি এমনও হতে পারে অনেক যোগ্য পরীক্ষার্থী সময় মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে না পেরে পরীক্ষা দিতে পারবে না। তাদের কথা ভেবেই এমন সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সিদ্ধান্ত মত বাসও ছেড়ে দেওয়া হয়েছে। রাতের মধ্যে কলকাতার নিউটাউনে বাস পৌঁছে যাবে।’’

Advertisement

এ ছাড়াও তিনি জানিয়েছেন, হজ হাউসে পরীক্ষার্থীরা থাকবেন। যদিও দুটো বাসের যাতায়াতের সমস্ত খরচ বহন করছে ভগবানগোলা-১ পঞ্চায়েত সমিতি।

বাসে পরীক্ষার্থীদের টিফিন ও জলের ব্যবস্থাও করা হয়েছে। পরীক্ষা শেষে ফের পরীক্ষার্থীদের নিয়ে বাস ফিরবে ভগবানগোলায়।

এ দিন বাসে পরীক্ষার্থী সামায়ুন শেখ, রাকিব শেখরা বললেন, ‘‘খুব চিন্তায় ছিলাম। আমাদের চিন্তা দুর করলেন বিডিওই সময়মত পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারছি তাও আবার বিনা পয়সায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement