—নিজস্ব চিত্র।
শমসেরগঞ্জের পর এ বার সুতি। মিলল কংগ্রেসের প্রতীকে ছাপ দেওয়া ব্যালট পেপার। ভোট গণনার প্রায় ১০ দিন বাদে জঙ্গল থেকে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে থেকে ব্যালট পেপার উদ্ধার হল। তা নিয়ে শাসক তৃণমূলের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানালেন কংগ্রেস ও বিজেপির কর্মী-সমর্থকেরা।
মুর্শিদাবাদের সুতি ২ নম্বর ব্লকের দফাহাট মডেল স্কুলে ভোট গণনা চলেছে। ঠিক তার পাশে একটি জঙ্গলে জঞ্জালের মধ্যে থেকে ওই ব্যালট পেপার মিলেছে। শুক্রবার বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ অবস্থান করছিল বিজেপির কর্মী-সমর্থকেরা। সেই সময়েই উদ্ধার হয় এই ব্যালট পেপারগুলি। এর পরেই উত্তেজনা ছড়ায় সুতি ২ ব্লক অফিসে। কংগ্রেস ও বিজেপির নেতা-কর্মীরা বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। বিক্ষোভ চলাকালীন আবারও উদ্ধার হয় প্রচুর ব্যালট পেপার।
এই ঘটনায় ব্লক অফিসে ও সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করে কংগ্রেস। বিডিও সূত্রে খবর, জেলা পরিষদের ২৩০টি এবং পঞ্চায়েত সমিতির ভোটের ৪০০টি ব্যালট পেপার-সহ গ্রাম পঞ্চায়েতেরও প্রচুর ব্যালট উদ্ধার হয়। সুতি ২ ব্লকের বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল বলেন, ‘‘ঘটনার তদন্ত করা হচ্ছে।’’