এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
স্ত্রীকে খুনের অভিযোগে পুলিশের হাতে আটক হলেন স্বামী। মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত জানিয়েছেন স্ত্রীকে চড় কষিয়েছিলেন তিনি। তার পরেই তাঁর মৃত্যু হয়েছে।
মুর্শিদাবাদের নবগ্রাম এলাকায় ধান কাটার কাজে এসেছিলেন সুনিরাম কিস্কু এবং রিমোলা হেমব্রম নামে এক দম্পতি। তাঁদের বাড়ি বীরভূমের নলহাটি এলাকায়। স্থানীয়দের দাবি, বুধবার বিকেলে ওই দম্পতি কাজ করছিলেন নবগ্রামের বড়বাথান মিল্কি গ্রামে। কাজ করতে করতে কোনও বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় স্বামী-স্ত্রীর। তখন রাগের চোটে স্ত্রীর গালে সপাটে একটি চড় কষিয়ে দেন স্বামী। টাল সামলাতে না-পেরে মাঠে পড়ে যান ১৬ বছরের রিমোলা। আর সংজ্ঞা ফেরেনি তাঁর।
বেশ কিছু ক্ষণ ধরে স্ত্রীর জ্ঞান ফেরানোর চেষ্টা করেন স্বামী। কিন্তু রিমোলা সংজ্ঞাহীন হয়েই পড়েছিলেন। কয়েক জনের সাহায্যে ওই বধূকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তার পর সুনিরামকে আটক করে থানায় নিয়ে যায় তারা।
নবগ্রাম থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বলেছেন, ঝগড়ার সময়ে স্ত্রীকে চড় মেরে বসেন তিনি। তাতে মাটিতে পড়ে গিয়ে মৃত্যু হয় বধূর। অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। অন্য দিকে, ময়নাতদন্তের জন্য মৃতার দেহ পাঠানো হয়েছে হাসপাতালে।