নিখোঁজ কংগ্রেস কর্মী, দাবি অপহরণের

নতুন কর্মাধ্যক্ষ নিয়োগে সুবিধা পেতে মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির এক কংগ্রেস সদস্যকে অপহরণ করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৬ ০১:০৭
Share:

নতুন কর্মাধ্যক্ষ নিয়োগে সুবিধা পেতে মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির এক কংগ্রেস সদস্যকে অপহরণ করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদ থানা এলাকার ডাঙাপাড়া গ্রামের পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম সাহাকে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা অপহরণ করেছে বলে স্থানীয় বিধায়ক কংগ্রেসের শাঁওনী সিংহ রায় থানায় অভিযোগ করেছেন। শনিবার রাত পর্যন্ত তাঁকে উদ্ধার করা যায়নি। তৃণমূলের মুর্শিদাবাদ ব্লক সভাপতি মুসারৎ শেখ বলেন, ‘‘কংগ্রেস মিথ্যা অভিযোগ তুলছে। নতুন কর্মাধ্যক্ষ নিয়োগের সময় অতীতের মতো তাঁকে নিয়ে টানাপড়েনের সম্ভবনায় আত্মগোপন করেছেন উত্তম।’’ তবে এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে পুলিশ। তবে জেলা পুলিশের একটি সূত্রে জানাচ্ছে, ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল ওহাবের সঙ্গে উত্তম সাহার কথা বলিয়ে দেওয়া হয়েছে। উত্তম সাহা ফোনে জানিয়েছেন, তাঁকে কেউ অপহরণ করেনি, তিনি স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন। আব্দুল ওহাবের অবশ্য দাবি, ‘‘আসলে অপহরণকারীরা প্রাণনাশের ভয় দেখিয়ে তাঁকে দিয়ে ওই কথা বলিয়ে নিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement