Crime

গৃহবধুর রহস্য মৃত্যু, ময়নাতদন্তে দেরি, পরিবারের বিক্ষোভ, উত্তপ্ত সালার

সোমবার দুপুর পর্যন্ত সালার থানায় চলে বিক্ষোভ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২১ ২২:০২
Share:

নিজস্ব চিত্র

এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ জেলার সালার থানা চত্বরে। গৃহবধূর দেহ ময়নাতদন্তে পাঠানোর আগে ম্যাজিস্ট্রেট আসতে দেরি করায় সালার ব্লকের বিডিও তথা ম্যাজিস্ট্রেট আশিস মণ্ডলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন মৃতের পরিবারের লোকেরা।

Advertisement

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ক্ষোভ তাতেও মেটেনি। সোমবার দুপুর পর্যন্ত সালার থানায় চলে বিক্ষোভ।


রবিবার বিকেলে সালার কায়েমপাড়ার গৃহবধূ নাসরিন বিবি (২১)-এর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় তাঁর ঘর থেকে উদ্ধার করে পুলিশ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত্যুর প্রাথমিক তদন্তের নিয়ম রয়েছে। সোমবার বেলা ১ টা পর্যন্ত ম্যাজিস্ট্রেট তথা সালার ব্লকের বিডিও থানায় না পৌঁছানোর কারণে দেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছিল না।

Advertisement

ঘটনায় ক্ষুদ্ধ হয়ে থানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিবারের লোকজন। সেই সময় বিডিও আশিস মণ্ডল থানা চত্ত্বরে এসে উপস্থিত হলে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবারের লোকেরা। সালার থানার পুলিশ পরিস্থিতি কোনওমতে নিয়ন্ত্রণে নিয়ে আসার পর দেহ কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement