Sujay Krishna Bhadra

হাসপাতাল থেকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজিরা ‘কাকু’র, সুজয়কে দিয়েই শুরু চার্জগঠন প্রক্রিয়া

গত বৃহস্পতিবার সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থার রিপোর্ট চাওয়া হয়েছিল হাসপাতালের থেকে, যেখানে তিনি ভর্তি। সোমবার সেই রিপোর্ট জমা দিয়েছে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৫:৫৭
Share:

সুজয়কৃষ্ণ ভদ্র। — ফাইল চিত্র।

কলকাতার বাইপাসের ধারে হাসপাতাল থেকে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-কে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো হল। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত তিনি। তাঁকে দিয়ে এই মামলায় আবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর চার্জগঠনের প্রক্রিয়া শুরু হল বিচার ভবনে। গত বৃহস্পতিবার সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থার রিপোর্ট চাওয়া হয়েছিল হাসপাতালের থেকে। সোমবার সেই রিপোর্ট জমা দিয়েছে তারা।

Advertisement

অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার, ২ জানুয়ারি আদালতে হাজির করানো যায়নি সুজয়কৃষ্ণকে। সে কারণে বিলম্বিত হয়েছিল চার্জগঠনের প্রক্রিয়া। সোমবার ভার্চুয়াল মাধ্যমে বিচার ভবনে হাজির করানো হয় তাঁকে। তার পরেই শুরু হয় এই মামলায় চার্জগঠনের প্রক্রিয়া। বিচারক সুজয়কৃষ্ণকে তাঁর শরীরের খবর জিজ্ঞেস করেন। তিনি বলেন, ‘‘ভাল আছি।’’ এর পরেই বিচারক জানান, যা তথ্য রয়েছে, তাতে প্রত্যেকের বিরুদ্ধে চার্জগঠন সম্ভব। এর পরেই সুজয়কৃষ্ণকে জানান, তাঁর বিরুদ্ধে কোন ধারায় চার্জগঠন হচ্ছে। তাঁর কথায়, ‘‘রাজ্যের বিধায়ক মানিক ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যেমন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত, তেমন আপনিও। বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়ায় আপনি কুন্তলদের সঙ্গেই অভিযুক্ত। আপনি লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার কর্মকর্তা ছিলেন। টাকা তছরুপ প্রতিরোধী আইন (পিএমএলএ)-এর চার নম্বর ধারায় আপনার বিরুদ্ধে চার্জগঠন হচ্ছে।’’

বিচারক সুজয়কৃষ্ণকে আরও জানিয়েছেন, তিনি যে দুর্নীতির সঙ্গে যুক্ত, তার প্রমাণ ইডি দিয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ এবং অয়ন শীলের সঙ্গে তাঁর লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে। দুর্নীতির থেকে ‘কাকু’র যে রোজগার (পিওসি বা প্রুফ অফ কন্ট্রিবিউশন), তা-ও তুলে ধরেছে ইডি। এর পরেই বিচারকের প্রশ্ন, ‘‘আপনি কি দোষী, না নির্দোষ?’’ সুজয়কৃষ্ণ দাবি করে বলেন, ‘‘আমি নির্দোষ। আমার বিরুদ্ধে কী অভিযোগ করা হয়েছে?’’ বিচারক জানান, সেই সংক্রান্ত নথি রয়েছে। এর পরেই সুজয়কৃষ্ণকে সুস্থ থাকার কথা বলেন বিচারক।

Advertisement

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ব্যক্তি এবং সংস্থা-সহ ৫৪ অভিযুক্ত। সম্প্রতি এই সংক্রান্ত বিষয়ে বিচার ভবনে ইডির মামলার চার্জগঠন প্রক্রিয়া শুরু হয়েছে। গত ৩০ ডিসেম্বরের শুনানিতে এই মামলায় নির্দেশ দেওয়ার কথা ছিল আদালতের। কিন্তু চার্জগঠনের সময়ে অভিযুক্তদের সশরীরে আদালতে উপস্থিত থাকতে হয়। ‘কাকু’ অসুস্থ হয়ে হাজিরা দিতে না-পারায় আগের দিন চার্জগঠন হয়নি। সোমবার ‘কাকু’-কে দিয়ে শুরু হয়েছে চার্জগঠনের প্রক্রিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement