Death

দেওয়াল চাপা পড়ে প্রথম শ্রেণির ছাত্রীর মৃত্যু, জখম দাদা, স্কুল থেকে ফেরার সময় বিপত্তি

মৃত ছাত্রীর নাম সালমা খাতুন (৬)। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শনিবার দুপুরে স্কুল ছুটির পর সালমা এবং তার দাদা বছর নয়েকের ইজারত শেখ বাড়ি ফিরছিল। তখন ঘটে দুর্ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ফরাক্কা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২২ ১৯:২৩
Share:

পাঁচিল চাপা পড়ে ছাত্রীর মৃত্যু। প্রতীকী চিত্র।

স্কুল থেকে ফেরার পথে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল প্রথম শ্রেণির এক ছাত্রীর। জখম ওই ছাত্রীর দাদা। শনিবার এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুরে। ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয় এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম সালমা খাতুন (৬)। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শনিবার দুপুরে স্কুল ছুটির পর সালমা এবং তার দাদা বছর নয়েকের ইজারত শেখ বাড়ি ফিরছিল। সেই সময় ওই এলাকার এক বাসিন্দা নিজের বাড়ির সামনে মাটি কাটার কাজ করছিলেন। কিন্তু দেওয়ালের মাটি আলগা হতেই তা আচমকা ওই দুই পড়ুয়ার উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে অর্জুনপুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা সালমাকে মৃত বলে জানান। সালমা অর্জুনপুর প্রাথমিক স্কুলের ছাত্রী। তার দাদা ইজারত চতুর্থ শ্রেণীর ছাত্র। সে ভর্তি হাসপাতালে।

ঘটনার জেরে উত্তেজনা দেখা দেয় এলাকায়। বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে শোকের ছায়া এলাকায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement