Murshidabad

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনার মৃত্যু সদ্য বিবাহিত যুবকের

স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে বেলডাঙ্গার শ্বশুরবাড়ি থেকে ভাবতা এলাকায় নিজের বাড়ি ফিরছিলেন ওয়াসিম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৩ ২৩:১২
Share:

প্রতীকী ছবি।

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সদ্য বিবাহিত যুবকের। শনিবার মুর্শিদাবাদের বেলডাঙা থানার ঝুনকা ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম ওয়াসিম আক্রম (২২)। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বেলডাঙা থানার পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে বেলডাঙ্গার শ্বশুরবাড়ি থেকে ভাবতা এলাকায় নিজের বাড়ি ফিরছিলেন ওয়াসিম। ঝুনকার কাছে পেট্রল পাম্প থেকে বাইকে তেল ভরার পর রাস্তায় উঠতেই একটি ট্রাক পিছন থেকে সজোরে ধাক্কা মারে। তাতে গুরুতর জখম হন ওয়াসিম। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বেলডাঙ্গা ব্লক প্রাথমিক হাসপাতালে তড়িঘড়ি নিয়ে আসেন স্থানীয় লোকজন। সেখানেই চিকিৎসকেরা ওয়াসিমকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ শনিবার বহরমপুর মর্গে পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement