Haridevpur Police station

পেন কিনতে গিয়ে ‘যৌন নিগ্রহে’র শিকার নাবালিকা, হরিদেবপুরে পুলিশের হাতে গ্রেফতার বৃদ্ধ দোকানদার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোকানদারের বয়স ৭৫ বছর। তিনি হরিদেবপুর এলাকার রামকৃষ্ণ নগরের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে আগে বড় কোনও অভিযোগ নথিবদ্ধ হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৩ ২০:৩৩
Share:

কলম কিনতে গিয়ে ‘যৌন নিগ্রহে’র শিকার হলেন নাবালিকা। ফাইল চিত্র।

কলম কিনতে বাড়ির কাছের একটি দোকানে গিয়েছিল হরিদেবপুরের বাসিন্দা এক নাবালিকা। সেখানেই তাকে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। বৃদ্ধ দোকানদারের বিরুদ্ধে এই অভিযোগ তুলেই শনিবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতার বাবা।

Advertisement

পুলিশের কাছে তাঁর অভিযোগ, স্থানীয় একটি দোকানে কলম কিনতে গিয়েছিল তাঁর মেয়ে। তখন ওই নাবালিকাকে ডেকে যৌন নিগ্রহ করেন দোকানদার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত দোকানদারকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোকানদারের বয়স ৭৫ বছর। তিনি হরিদেবপুর এলাকার রামকৃষ্ণ নগরের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে আগে বড় কোনও অভিযোগ নথিবদ্ধ হয়নি। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তদন্তের কিনারা করতে চাইছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement