Road Accident Death

ফের পুলিশ গাড়ির ধাক্কায় পথেই মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে বেতাই পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় মাছ বিক্রি করে নিজের স্কুটিতে বাড়ি ফিরছিলেন নিরঞ্জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩ ০৮:৫৩
Share:

দুর্ঘটনাগ্রস্ত পুলিশের গাড়ি। বেতাইয়ে। ছবি: সাগর হালদার

পুলিশের গাড়ির ধাক্কায় ফের মৃত্যুর ঘটনা ঘটল। পেশায় মাছ বিক্রেতা নিরঞ্জন মণ্ডল (৪৫) নামে ওই ব্যক্তির বাড়ি তেহট্ট থানার বাগাখালি গ্রামে।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে তেহট্ট থানার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের বেতাই পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ওই ব্যক্তির স্কুটারে ধাক্কা লাগার পর পুলিশের গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান দিকে একটি গাছে ধাক্কা মারে। গাড়িতে থাকা নাজিরপুর ফাঁড়ির ইনচার্জ নির্মাল্য দত্ত ও চালক মুকেশ হালদার জখম হন। তাঁদের তেহট্ট মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে বেতাই পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় মাছ বিক্রি করে নিজের স্কুটিতে বাড়ি ফিরছিলেন নিরঞ্জন। সেই সময় নাজিরপুর ফাঁড়ির ইনচার্জ গাড়িতে তেহট্ট থানা থেকে নাজিরপুর ফিরছিলেন। পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় নিরঞ্জনের স্কুটি ওই পুলিশের গাড়ির সামনে চলে আসে। স্কুটারে ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ডান দিকে গাছে গিয়ে ধাক্কা মারে পুলিশের গাড়ি। প্রচণ্ড আওয়াজে লোকজন ছুটে আসে। তেহট্ট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। নিরঞ্জনকে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ‘মৃত’ ঘোষণা করেন। পাশাপাশি গাছে ধাক্কা মারায় জখম নাজিরপুর ফাঁড়ির ইনচার্জ ও চালককেও নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানান, পুলিশের গাড়ির গতি বেশ জোরে ছিল। তুলনায় নিরঞ্জনের স্কুটারের গতি কম ছিল। হঠাৎ শব্দ শোনা যায়। তার পর দেখা যায়, নিরঞ্জন রাস্তায় পড়ে আছেন। স্থানীয়দের ক্ষোভ, পুলিশের গাড়ি হওয়ায় অনেক ক্ষেত্রেই চালকেরা বেপরোয়া হয়ে ওঠে। যার জেরে এমন ঘটনা ঘটে। প্রসঙ্গত, আগেও পুলিশের গাড়ির ধাক্কায় এক পুলিশ কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছিল কালীগঞ্জে। থানার ওসির গাড়িতে ধাক্কা লেগে মৃত্যু হয়েছিল ওই পুলিশ কর্মীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement