Kandi

বাসের মধ্যে কন্ডাক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার কান্দিতে

পরিবারের দাবি, কান্দি পেট্রোল পাম্প এলাকায় এক গ্যারেজে পুরনো বিবাদের জেরে তাঁকে খুন করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ২০:০৬
Share:

বাস থেকে উদ্ধার কন্ডাক্টরের দেহ। নিজস্ব চিত্র।

পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা একটি বেসরকারি বাস থেকে উদ্ধার হল এক কন্ডাক্টরের ঝুলন্ত দেহ। মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদে কান্দির ঘটনা। পুরনো বিবাদের জেরে খুন বলে দাবি করেছে মৃতের পরিবার। তদন্তে নেমে ৩ জনকে আটক করেছে কান্দি থানার পুলিশ।

Advertisement

মৃত ব্যক্তির নাম জটাই ঘোষ। তিনি খড়গ্রাম থানার খসড়া এলাকার বাসিন্দা। তাঁর পরিবারের দাবি, কান্দি পেট্রোল পাম্প এলাকায় এক গ্যারেজে পুরনো বিবাদের জেরে তাঁকে খুন করা হয়েছে। খুন করে দেহ বাসের মধ্যেই ঝুলিয়ে দেওয়া হয়। মৃতের পরিবারের তরফে ঘটনার পুর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করা হয়েছে।

খবর পেয়েই কান্দি থানার আইসি সুভাষ ঘোষের নেতৃত্বে পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement