Dead body recovered

রেলকর্মীর রহস্যমৃত্যু মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে, ঘর থেকে উদ্ধার দেহ

মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জে এক রেলকর্মীর দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম মহম্মদ গোলাম কুদ্দুস (৫০)।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ১৫:২১
Share:

—প্রতীকী ছবি।

মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জে এক রেলকর্মীর দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম মহম্মদ গোলাম কুদ্দুস (৫০)। মৃত রেলকর্মীর বাড়ি হুগলি জেলার ফুরফুরা শরিফে। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুগলির বাসিন্দা রেলকর্মী গোলাম সাত মাস আগে জঙ্গিপুরে রেল স্টেশনে কাজে যোগ দেন। শনিবার ওই কর্মী ঘর থেকে না বেরানোয় তাঁর সহকর্মীরা ডাকাডাকি করলেও তিনি সাড়া না দেওয়ায় স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। রঘুনাথগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement