প্রতীকী ছবি।
হোটেল কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের লালগোলায়। মৃতের নাম দিলীপ রবিদাস (২৭)। শনিবার লালগোলা থানা এলাকার কালমেঘা ভগবানগোলা-জঙ্গিপুর রাজ্য সড়ক লাগোয়া একটি হোটেলে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রহস্যমৃত্যুতে হোটেল মালিকের দিকে আঙুল তুলছেন মৃতের পরিবার। ঘটনাচক্রে, হোটেল মালিক আবার শাসকদলের নেতা বলে এলাকায় পরিচিত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালগোলা থানার কালমেঘা এলাকার বাসিন্দা দিলীপ ভগবানগোলা-জঙ্গিপুর রাজ্য সড়ক লাগোয়া নেতাজি মোড়ের একটি হোটেলে কাজ করতেন। ওই হোটেলের মালিক ভগীরথ বিশ্বাস ব্লক তৃণমুল এসসি-এসটি শাখার সভাপতি। শাসকদলের নেতার হোটেলের ঘর থেকে হোটেল কর্মীর মৃতদেহ উদ্ধার শোরগোল পড়ে যায় এলাকায়। মৃতের জ্যাঠা শচীন রবিদাস বলেন, ‘‘আমাদের বলা হয়েছে, রাতে দিলীপের মৃত্যু হয়েছে। সারা রাত না জানিয়ে কেন সকালে খবর দেওয়া হল, তা আমরা বুঝতে পারছি না। বুঝতে পারছি না, কী ভাবে ওর মৃত্যু হল! হোটেল মালিকের ভূমিকা নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে।’’
ভগীরথ অবশ্য বলেন, ‘‘পুলিশ এসেছে। দেহের ময়নাতদন্ত হচ্ছে। তদন্ত হলেই সব জানা যাবে।’’ ভগীরথকে অবশ্য দলের পদাধিকারি বলে মানতে নারাজ লালগোলা ব্লক তৃণমুল সভাপতি দেলসাদ হোসেন। তিনি বলেন, ‘‘হোটেল কর্মীর মৃত্যু পুলিশের তদন্তের বিষয়। তবে ভগীরথ বিশ্বাস দলের শাখা সংগঠনের স্বঘোষিত সভাপতি। ওঁর কৃতকর্মের ব্যাপারে আমি কিছু বলব না। মানুষ ওঁর সম্পর্কে সব জানেন।’’
মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সুরিন্দর সিংহ বলেন, ‘‘দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’’