—ফাইল চিত্র।
দু’দিনে ছ’টি পথকুকুরের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র চাঞ্চল্য ছড়াল নদিয়ায় রানাঘাটে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অসুস্থ কুকুরদের স্থানীয় পশু চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক পশু হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। সেখানেই পর পর পাঁচটি সারমেয়র মৃত্যু হয়। স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানাঘাট থানার রায়নগর এলাকার কর্মকার পাড়ায় শুক্রবার রাত থেকে পর পর পাঁচটি সারমেয় অসুস্থ হতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা তৎপর হয়ে পাঁচটি পথ কুকুরকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা করে জানান, কুকুরগুলিকে কীটনাশক খাওয়ানো হয়েছে। চিকিৎসকের পরামর্শ মত অসুস্থ কুকুরগুলিতে আইশতলা পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই পাঁচটি কুকুরের মৃত্যু হয়। আরও একটি পথ পুকুর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছিল। রবিবার সকালে তারও মৃত্যু হয়।
স্থানীয়দের একাংশের দাবি, এলাকার বাসিন্দা তপনকুমার মণ্ডল মুরগির শরীরের চামড়া ও নাড়িভুঁড়ির সঙ্গে বিষ মিশিয়ে কুকুরগুলিকে খেতে দেয়। এর পরেই পাঁচটি কুকুরের মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা সজল কর্মকার থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ ভিত্তিতে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, খবর চাউর হতেই এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত।