Lightening

Murshidabad: প্রাক-বর্ষার বৃষ্টিতে মুর্শিদাবাদে বজ্রপাতে মৃত্যু দু’জনের, আহত আরও দুই

জলঙ্গিতেই বজ্রপাতে আহত হয়েছেন আরও দু’জন। তাঁরা জলঙ্গির কীর্তনিয়াপাড়ার বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১৫:৪০
Share:

ফাইল চিত্র।

উত্তরবঙ্গে আগে ঢুকলেও দক্ষিণবঙ্গে শনিবার বর্ষার আগমন ঘটেছে। তার আগে শুক্রবার মুর্শিদাবাদে প্রাক-বর্ষার ঝড়বৃষ্টিতে বাজ পড়ে মারা গেলেন দুই ব্যক্তি। দু’জনের জলঙ্গির বাসিন্দা। দুই মৃতের এক জন বৃদ্ধ, অন্য জন নাবালক। জলঙ্গিতেই বজ্রপাতে আহত হয়েছেন আরও দু’জন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম বিনয় সরকার ও আজিজ শেখ। বিনয়ের বয়স ৬৫। তাঁর বাড়ি সাগরপা়ড়া থানার অন্তর্গত উদয়নগর চর কলোনিতে। আজিজের বয়স ১১। তার বাড়ি জলঙ্গির সাহেবরামপুর সবজিপাড়ায়। যে দু’জন আহত হয়েছেন, তাঁরা জলঙ্গির কীর্তনিয়াপাড়ার বাসিন্দা। দু’জনকেই ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে শনিবার বর্ষার প্রবেশ ঘটেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে ২০ জুনের আগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের স্বাভাবিক দিন ছিল ১১ জুন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement